মণিপুরে তৈরি হতে চলেছে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু

Main দেশ ভ্রমণ রেল
শেয়ার করুন

Published on: নভে ২৮, ২০২১ @ ২২:১০

এসপিটি নিউজ ডেস্ক:  ভারতীয় রেলের ইতিহাসে এক যুগান্তকারী প্রকল্প হতে চলেছে মণিপুরে। বিশ্বের সব চেয়ে উঁচু রেল সেতু নির্মাণ হতে চলেছে মণিপুরে, যা ১১১ কিলোমিটার দীর্ঘ জিরিবাম-ইম্ফল রেলপথ প্রকল্পের একটি অংশ।ঐ সেতুটি নির্মাণ হয়ে গেলে ১০ থেকে ১২ ঘণ্টার পথ মাত্র দুই থেকে আড়াই ঘণ্টায় হয়ে যাবে।

মণিপুরের উচ্চস্তরের এই প্রকল্পটি মণিপুরের রাজধানীকে দেশের ব্রডগেজ নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে ১১১ কিলোমিটার দীর্ঘ জিরিবাম-ইম্ফল রেললাইনের অংশ হয়ে উঠেছে।সেতুটি, যা ১৪১ মিটার উচ্চতায় নির্মিত হচ্ছে। এটি বিশ্বের সব থেকে উঁচু রেল সেতু হিসেবে খ্যাতি লাভ করবে। এর আগে  ইউরোপের মন্টেনিগ্রোর মালার – রিজেকা ভায়াডাক্টের ১৩৯ মিটারের সেতু সব থেকে উঁচু সেতু ছিল, এবার তাকেও ছাপিয়ে যেতে চলেছে মাদের দেশের উচ্চতম রেল সেতু।

প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার সন্দীপ শর্মা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন- “প্রকল্পটি সম্পূর্ণ হলে, ১১১ কিমি দূরত্ব দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে কভার করবে। বর্তমানে, জিরিবাম-ইম্ফল (এনএইচ-৩৭) এর মধ্যে সড়কপথে দূরত্ব ২২০ কিমি, যা ভ্রমণ করতে প্রায় ১০-১২ ঘন্টা সময় নেয়। পরে নির্মাণের ফলে, ননি উপত্যকা অতিক্রমকারী সেতুটি বিশ্বের সর্বোচ্চ পিয়ার ব্রিজ হয়ে উঠবে।”

Published on: নভে ২৮, ২০২১ @ ২২:১০


শেয়ার করুন