নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় হত ১৮, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য, সমবেদনা প্রকাশ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ২৮, ২০২১ @ ১৭:৩৯

এসপিটি নিউজ, নদিয়া, ২৮ নভেম্বর:    মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়ার পথে ভয়াবহ এক পথ দুর্ঘটনায় ১৮ জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায়। ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় শোকার্ত পরিবারের প্রতি সমেবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করেছেন। নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ঘটনায় প্রকাশ, শনিবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থেকে মৃতদেহ নিয়ে একটি ম্যাটাডরে করে নবদ্বীপ শ্মশানের দিকে যাচ্ছিল। সেই সময় নদিয়ার হাঁস্খালিতে ফুল্বাড়ির কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে দূরন্ত গতি গতিতে ছূতে যাওয়া ম্যাটাডরটি। ভয়াবহ সেই দুর্ঘটনায় সেইসময় ঘটনাস্থলেই মারা যায় বেশ কয়েকজন। পরে আরও কয়েকজন আহত হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশা এবং গাড়ির গতি বেশি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

এই দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুট করে তাঁর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন-” নদীয়ায় সড়ক দুর্ঘটনার খবর শুনে মন খারাপ।আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।ঈশ্বর তাদের এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি দিন।পশ্চিমবঙ্গ সরকার হতাহতদের আত্মীয়দের জন্য সমস্ত প্রয়োজনীয় সহায়তা এবং সহায়তা দেবে। এই দুঃসময়ে আমরা আছি আপনাদের পাশে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে লিখেছেন- “পশ্চিমবঙ্গের নদিয়ায় সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিতে অত্যন্ত ব্যথিত। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইট করে লিখেছেন-“পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ঘটে যাওয়া পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর ওনাদের এই কঠিন পরিস্থিতিতে সহায় হোন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

https://twitter.com/AmitShah/status/1464828722901499905

Published on: নভে ২৮, ২০২১ @ ১৭:৩৯


শেয়ার করুন