৫০০মিটার উঁচু বরফে ঢাকা পাহাড়ে জীবন রক্ষার লড়াই চালাচ্ছেন তিন যুবক

Main দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: নভে ৫, ২০১৮ @ ১১:৫৭

এসপিটি নিউজ, সিমলা, ৫ অক্টোবরঃ বরফের মধ্যে জীবন রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তিন যুবক। তাদের উদ্ধার করতে গিয়ে মাঝপথেই ফিরে আসতে উদ্ধারকারী দলকে। তিনজনই পাঁচশো মিটার উঁচু খাড়া পাহাড়ের উপর আটকে আছেন। যেখানে পাঁচ ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে। বরফের মোটা আস্তরন জমেছে।তবে তাদের উদ্ধারে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না জেলা প্রশাসন।সেই মতো এই তিন যুবককে জক্ষা করতে জেলা প্রশাসন এয়ারলিফটের পরিকল্পনা করেছে।আশা করা যাচ্ছে আজ সোমবারই হেলিকপ্টারে করে তিন যুবককে উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হবে।

হিমাচল প্রদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম দিব্য হিমাচল সূত্রে জানা গেছে, সাংহ গ্রাম পঞ্চায়েতের থেকে রাওওয়াধারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সিঙ্গুর গ্রাম পঞ্চায়েতের তিন যুবক। কিন্তু তারা পাঁচশো ফুট উঁচুতে গিয়ে বরফের মধ্যে আটকে পড়েছেন। তিনজন তাদের মোবাইল ফোনের মারফত পঞ্চায়েত সমিতির সদস্য হুম্না রামের সঙ্গে যোগাযোগ করে তাদের বিপদের কথা জানান। এরপর প্রশাসনের তরফে ন’জনের একটি দলকে তাদের উদ্ধারের জন্য সেখানে পাঠায়। শনিবার রাতে দলটি আওর্ধেক পথ যেতে পেরেছিল কিন্তু তারা কুকড়কন্ডা এলাকায় রাতে অবস্থান করে। ভরমৌরের অতিরিক্ত জেলাশাসক পিপি সিংহ জানান, রবিবার দলটি ফিরে এসেছে। উদ্ধারকারী দল তিন যুবকের কাছে পৌছে গেছিল কিন্তু তারা পাঁচশো মিটার খাড়া পাহাড়ের উপর এমনভাবে আটকে আছেন সেখান থেকে তাদের নিয়ে আসা সম্ভব হয়নি। তাই উদ্ধারকারী দলকে খালি হাতেই ফিরতে হয়েছে।

অতিরিক্ত জেলাশাসক আরও জানিয়েছেন, সেখানে তিন যুবক পাঁচ ফুট পুরুর বরফের আস্তরনে আটকে আছেন। এই অবস্থায় সেখানে মোটা বরফের আস্তরন ভেদ করে তিন যুবককে উদ্ধার করা খুবই কঠিন নয় আসলে সেখানে জায়গাটি এতই খাড়া যে বরফের অমন পিছল পথে উঠতে গেলে পা হড়কানোর সম্ভাবনা থেকেই যায়। তাই সেখানে ওঠার ঝুঁকি নেয়নি কেউ। এমনকি সেখানে তখন তুষারঝড় চলছিল। তবে হেলিকপ্টার পাঠালে তাদের উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছেন তিনি।ছবি-দিব্য হিমাচল

Published on: নভে ৫, ২০১৮ @ ১১:৫৭

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

57 − = 52