বিষের বোতল নিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে রাস্তা অবরোধ চাষিদের

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: মার্চ ৩, ২০১৯ @ ১১:০৬

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৩ মার্চঃ  অকাল বর্ষণে সব শেষ হয়ে গেছে আলুচাষিদের। ঋণ নিয়ে বিঘে বিঘে জমিতে যে পরিমানে আলু চাষ করেছিলেন আজ তা সব নষ্ট হয়ে গেছে। এর ক্ষতিপূরণ না পেলে তাদের বেঁচে থাকাই দায় হবে। আর তাই চাষিরা এদিন চরম সিদ্ধান্ত নিয়ে নিল। বিষের বোতল সঙ্গে নিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে কেশপুর চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করে শুরু করে দিলেন বিক্ষোভ। এরফলে যান চলাচল সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

সারা বছর ধরে যারা মাথার ঘাম পায়ে ফেলে রোদে-জলে পুড়ে চাষাবাদ করে থাকে আজ তারাই কিনা রাস্তায় বিষের বোতল পাশে নিয়ে শুয়ে আছে। এই দৃশ্য কিন্তু এদিন অনেকগুলি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল। তবে কি-

  • এ রাজ্যেও চাষিরা সেভাবে সাহায্য পান না?
  • এতদিন যা বলে আসা হয়েছে বলা ভাল আমরা যা শুনে এসেছি যে পশ্চিমবঙ্গের চাষিরা অনেক ভাল আছেন অন্য রাজ্যের চেয়ে তা হলে এমনটা হল কেন?
  • কি এমন পরিস্থিতি দাঁড়াল যে তাদের এভাবে বিষের বোতল সঙ্গে নিয়ে রাস্তার উপর শুয়ে পড়ে আত্মহত্যার হুমকি দিতে হল?
  • চাষিদের সামনে কি আত্মহত্যার পথ ছাড়া আর কোনও পথ খোলা নেই?
  • তাঁরা কি রাজ্য সরাকারের উপর আস্থা রাখতে পারছেন না?
  • আর তাই কি তাঁরা প্রথমেই এই চরম সিদ্ধান্তের পথে হাঁটতে বাধ্য হলেন?

প্রশ্নগুলি কিন্তু উঠতে শুরু করেছে।কারণ, পরিস্থিতি সত্যিই এক ভানক জায়গায় এসে দাঁড়িয়েছে। রবিবার ছুটির দিনের সকালে যেভাবে কেশপুর-চন্দ্রকোনা রোডের উপর বিষের বোতল সঙ্গে নিয়ে শুয়ে পড়ে অবরোধ শুরু করেছেন চাষিরা তা কিন্তু আজকে সকালে সারা দেশের মধ্যে সব চেয়ে বড় খবর হয়ে উঠেছে।এই ছবি কিন্তু রাজ্য সরকারের এতদিনকার যে গর্ব অর্থাৎ তারা যা বলে আসছিলেন যে এখানকার চাষিরা অনেক ভালো আছেন অন্য রাজ্যের চেয়ে সেটা কিন্তু মুখ থুবড়ে পড়ল-এমনটাই কিন্তু বলছেন সাধারণ মানুষ।

কি বলছেন এই চাষিরা

“এক দিকে বাজারে আলুর দাম নেই, অপর দিকে তিন দিনের প্রবল বৃষ্টিতে মাঠে জল জমে সমস্ত আলু নষ্ট হয়ে গেছে। আলু চাষের জন্য দেনা করা টাকা এখন মেটাবো কি করে? যদি ক্ষতিপূরণ সরকার না দেয় তা হলে আমাদের আর বেঁচে থেকে লাভ নেই।তাই আমরা বিষের বোতল নিয়ে এই বিক্ষোভ-অবরোধে সামিল হয়েছি।যতক্ষণ পর্যন্ত প্রশাসনের কাছ থেকে ক্ষতিপূরণের আশ্বাস না পাচ্ছি ততক্ষন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে এখানেই আমরা বিষ খেয়ে গণ আত্মহত্যা করবো।”

অস্বস্তিতে প্রশাসন

কি কান্ড! মহা মুশকিলে এখন প্রশাসন। কি করবে তারা এখন বুঝে উঠতে পারছে না। গোটা কেশপুর জুড়ে শোরগোল পড়ে গেছে। সামনেই আবার লোকসভা ভোট কড়া নাড়ছে। তার মধ্যে এমন কান্ড যে রাজ্য সরকারকে বেশ অস্বস্তির মুখে ঠেলে দিল তা বলার অপেক্ষা রাখে না।

জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমপ্রসাদ গিরি অবশ্য কৃষকদের সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন। তিনি বলেন-“কৃষকদের পাশে সরকার রয়েছে।প্রাকৃতিক বিপর্যয়ে আলু সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে,আলু চাষিদের বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা সরকার নেবে। একজন চাষিকেও আমরা মরতে দেব না।”

Published on: মার্চ ৩, ২০১৯ @ ১১:০৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

57 − = 55