TAFI-র হাত ধরে যাত্রা শুরু করল TAFI CONNECT- সম্বর্ধিত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার BRUCE BUCKNELL

Main অর্থ ও বাণিজ্য এসপিটি এক্সক্লুসিভ দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

মঙ্গলবার কলকাতায় আইটিসি রয়্যাল বেঙ্গল লাক্সারি হোটেলে TAFI CONNECT-এর সূচনা করেন ট্রাভিএটের সিইও প্রনীতা বাভেজা।

সারা ভারতে এই প্রথম এমন একটি পোর্টাল শুরু করার জন্য প্রণীতাকে সম্বর্ধিত করেন TAFI-এর চেয়ারম্যান অনিল পাঞ্জাবি।

ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারের মুখে মোহনবাগান-ইস্টবেঙ্গলের নাম।

 Reporter- Aniruddha Pal

Published on: আগ ২৯, ২০১৯ @ ১৯:১১

এসপিটি নিউজ, কলকাতা, ২৯ আগস্ট: ভ্রমণ ব্যবসা এখন যে কোনো দেশেই লাভজনক হয়ে উঠেছে। অন্য ব্যবসা থেকে যত না আয় হয় তার থেকে অনেক বেশি আয় হয় ভ্রমণ ব্যবসা থেকে। আর এই ব্যবসায় সব চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যানবাহন এবং হোটেল। আর সেই হোটেল ঘিরেই এক নয়া ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরেই সেই নয়া ব্যবস্থা নিয়ে এসেছে ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা TAFI. আর তাদের হাত ধরেই ভ্রমণ ব্যবসায় নয়া দিশা খুলে দিল TRAVIATE- TAFI CONNECT নামে এক নয়া পোর্টাল চালু করে। গত মঙ্গলবার কলকাতায় আইটিসি রয়্যাল বেঙ্গল লাক্সারি হোটেলে এর আনুষ্ঠানিক সূচনা করেন ট্রাভিএটের সিইও প্রনীতা বাভেজা।

এই পোর্টালকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন TAFI-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি। ভ্রমণ ব্যবসার এমন একটি অভিনব চিন্তাভাবনাকে কার্যকর করার জন্য সারা ভারতে এই প্রথম এমন একটি পোর্টাল শুরু করার জন্য প্রণীতাকে সম্বর্ধিত করেন অনিল পাঞ্জাবি।এদিনের সভায় বিশেষ আকর্ষণ ছিল কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ব্রুস বাকনেলের উপস্থিতি। টাফির এজিএম-এ হাজির হয়ে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে যান তিনি।বলেন-‘আমি অভিভূত।’

TAFI-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি যা বললেন

টাফি-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি বলেন- “ভ্রমণ ব্যবসাকে কিভাবে আরও স্বচ্ছ এবং উন্নত করা যায় আমরা সর্বদা তার জন্য চিন্তাভাবনা করে চলেছি। এখন সারা দেশে ভ্রমণ ব্যবসা একটা জায়গায় পৌঁছেছে- এটা আমাদের সকলের পরিশ্রমের আর সঠিক মূল্যায়নের ফল। টাফি কানেক্ট সেরকমই একটি প্রয়াস। আমরা অনেকদিন ধরেই ভেবেছি এরকম যদি কিছু একটা করা যায় যেখানে ট্রাভেল এজেন্টরা ঘরে বসেই কাস্টমারদের যে কোনো ধরনের হোটেলের খোঁজখবর জানানোর পাশাপাশি বুকিংও করতে পারবেন। সেই সঙ্গে তাদের আয়ও বাড়িয়ে নিয়ে যেতে পারবেন, অবশেষে প্রণীতা সেই কাজটা করে দিয়েছে। এখন শুধু ট্রাভেল এজেন্টদের এই পোর্টালের সঙ্গে যুক্ত হতে হবে।”

TAFI CONNECT সম্পর্কে যে কথাগুলি বললেন প্রণীতা

প্রণীতা বলেন- “যেসমস্ত ট্রাভেল এজেন্ট আছেন তারা এই পোর্টালে এসে তাদের হোটেল বুকিং শুরু করতে পারেন। আজকের দিনে ট্রাভেল এজেন্টদের সমস্যার মধ্যে পড়তে হয় তাদের সঙ্গে যদি সেরকম প্রযুক্তি থাকত- যেমন মেক মাই ট্রিপ, যাত্রা, হোটেলবেডসগ্রুপ এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে চান তাহলে তাদের কন্ট্রাক্ট করতে হয়। তাদের গ্যারান্টি দিতে হয়। এই পদ্ধতিতে কাজ অনেক সহজ হয়ে যাবে। শুধু লগ-ইন করে সোজা এই সমস্ত সংস্থার সঙ্গে ব্যবসা করতে পারবেন।”

“ইন্ডিয়াতে এই ধরনের পোর্টাল প্রথম হল। যেমন ভিটিসি-তে রাঘো আছে- যারা বহু সাপ্লায়ার্সদের সঙ্গে যুক্ত হয়ে তাদের সুবিধাকে অনুমোদন দেন ঠিক তেমনই আমাদের এই পোর্টালেও বহু সাপ্লায়ার্সদের এক সঙ্গে নিয়ে এসে সমস্ত সুবিধা বন্টন করতে পারবেন। বুকিং, ক্যান্সেলেশন দিতে পারবেন। আর একটা কথা বলি- ও যে রাগো আছে না তারা এক রকমভাবে কাজ করে। তার থেকে আমাদের কজটা অনেক সহজ। কারণ, আমরা এখানেই লেনদেন করতে পারব।” বলেন প্রণীতা।

সাপ্লায়ার্সদের সঙ্ঘবদ্ধ করেছে এই পোর্টাল

ইতিমধ্যে টাফি কানেক্টের সাপ্লায়ার্সদের তালিকা লম্বা হতে শুরু করেছে। যে তালিকায় ভারত এমনকি এশিয়ার ভ্রমণ ব্যবসায় সুনাম অর্জনকারী সংস্থা যুক্ত হয়েছে। যাদের মধ্যে আছে- যাত্রা, জুমাটা, মেক মাই ট্রিপ, ওওয়াইও, বুকিং ডট কম সহ আরও অনেক।

“এর মাধ্যমে কাস্টমার এজেন্টের মাধ্যমে সহজেই হোটেল বুকিং করতে পারবেন। আসলে এই ব্যবস্থার মাধ্যমে ভ্রমণ ব্যবসাকে আরও সংঘবদ্ধ করে তোলার একটা প্রয়াস বলা যেতে পারে।” এই ব্যবস্থায় ট্রাভেল এজেন্ট বলুন কিংবা কাস্টমার কারও ঠকে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানান প্রণীতা। তিনি বলেন- “এর মাধ্যমে এখন তো অনেক সহজেই এজেন্ট জেনে নিতে পারবেন দুবাই, কিংবা সিঙ্গাপুর কিংবা অন্য কোনো জায়গায় হোটেল মিলবে কিনা! সেখানে হোটেলের রেট কত যাচ্ছে।কাস্টমারকেই বা কত পেমেন্ট করতে হবে। এই সব ব্যাপার অতি সহজেই এই পোর্টাল বলে দেব।”

উচ্ছ্বসিত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ব্রুস বাকনেল। তিনি তো টাফি-র বাৎসরিক সাধারন সভায় এসে রীতিমতো উচ্ছ্বসিত। বলেন- “আমার খুব ভালো লাগছে, আজ এখানে এমন সুন্দর পরিবেশে উপস্থিত থাকতে পেরে।কলকাতার কথা উঠতেই তিনি ময়দানের ডার্বি নিয়ে মজার ছলে বলেন এখানে ফুটবল মানেই তো মোহনবাগান আর ইস্টবেঙ্গল।” ক্রিকেট নিয়েও তাঁর উৎসাহ দেখাতে ভোলেননি। বিশ্বকাপে এবার ভারত-ইংল্যান্ড ম্যাচ নিয়ে যেরকম উত্তেজনার পারদ চড়েছিল সেকথা স্মরণ করে হাসতে থাকেন তিনি। একই সঙ্গে তিনি বলেন- “ভারতে ক্রিকেটের আইপিএল-এর মতো ইংল্যান্ডে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগ।” তাদের দেশের বিখ্যাত ফুটবলার ২০১৮ সালের বিশ্বকাপে নজরা কাড়া হ্যারি কেনের কথাও স্মরণ করেন বাকনেল। টাফি-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি তাকে স্বারক দিয়ে সম্বর্ধিত করেন।

Published on: আগ ২৯, ২০১৯ @ ১৯:১১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =