আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আনা হল এসএসকেএমে

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ১৪, ২০২৪ at ২১:৩৪

এসপিটি নিউজ, কলকাতা, ১৪ মার্চ: বৃহস্পতিবার সন্ধ্যায় কপালে চোট পেয়ে গুরুতর আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ছবি পোস্ট করেছে। সেখানে দেখা গেছে, তাঁর কপাল থেকে রক্ত চুইয়ে পড়ছে। ইতিমধ্যে তাঁকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। তবে তাঁর বেশ কয়েকটি সেলাই হয়েছে। প্রাথমিক রক্ত ক্ষরণ বন্ধ হয়েছে। তবে তাঁর কপাল ও নাকে মোট চারটি সেলাই হয়েছে। প্রাথমিক রক্ত ক্ষরণ বন্ধ হয়েছে।

এসএসকে এম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার জন্য ৯ জন চিকিৎসকদের মেডিক্যাল টিম করা হয়েছে। পিছন থেকে ধাক্কায় তিনি পড়ে গিয়ে চোট পেয়েছেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দকে জানিয়েছেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে তার কাছে যা খবর আছে তাতে সম্ভবত বাড়িতে ঘরের ভিতরেই পড়ে গিয়ে দিদি চোট পেয়েছেন। তবে কি কারণে তিনি পরে গেলেন তা এখনও জানা যায়নি।

সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঘরের ভিতরেই পড়ে গিয়ে চোট পেয়েছেন।  ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য আট সদস্যের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। সিটি স্ক্যানের জন্য তাকে হুইল চেয়ারে করে এসএসকেএম-এর অন্য ব্লকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সিটি স্ক্যানের পর তাকে ফের উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হয় বাড়িতে।এই মুহূর্তে প্রাথমিক উদ্বেগ কেটেছে।

Published on: মার্চ ১৪, ২০২৪ at ২১:৩৪


শেয়ার করুন