বিরল এই সুমাত্রান বাঘটি যেভাবে উদ্ধার হল

Main বন্যপ্রাণ বিদেশ
শেয়ার করুন

Published on: নভে ১৭, ২০১৮ @ ১৭:৪০

এসপিটি নিউজ ডেস্কঃ তিনদিন ধরে আটকে থাকা এক বিরল সুমাত্রান বাঘ অবশেষে উদ্ধার হল। এমনটাই জানিয়েছেন ইন্দোনেশিয়ার এক আধিকারিক।তিন বছর বয়সী এই বিরল বাঘটি লম্বায় ৭৫ সেন্টিমিটার(৩০ ইঞ্চি) ইন্দোনেশিয়ার বুরুং দ্বীপের রিয়াউ প্রদেশ থেকে এসেছিল বলে স্থানীয় এক সংরক্ষন এজেন্সি জানিয়েছে।

রিয়াউ সংরক্ষণ সংস্থার প্রধান সুহারিওনো এএফপিকে বলেন, “বাঘটি ঘুমিয়ে পড়ার পর আমরা দোকানের ভিতরটি খালি করে সেই অংশটি খুলে দিয়েছিলাম।”

কর্মকর্তারা জানান,  ৮০ কিলো (১৮০পাউন্ড) ওজনের জন্তুটির পায়ে ক্ষতচিহ্ন পাওয়া গেছে, যা দেখে মনে হচ্ছে কোনও দলবদ্ধ কুকুর তাকে কামড়েছে। তাই প্রাণীটিকে পশু চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।বুধবার ঘনবসতিপূর্ণ বাজার এলাকায় দুইটি বাড়ির মধ্যে বাঘটি আটকে গিয়েছিল এবং তারপর ভবনটির নিচে ফের সে আটকে পড়ে।

বাঘটিকে একটি পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।সুমাত্রার এই ধরনের বাঘগুলি প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক সংস্থা দ্বারা সমালোচকদের বিপন্ন বলে মনে করা হয়।বর্তমানে এই প্রজাতির বাঘ প্রায় হারিয়ে যেতে বসেছে।

সারা বিশ্বে এই মুহূর্তে ৪০০-রও কম সুমাত্রান বাঘ রয়েছে বলছেন বন্য ও পরিবেশ কর্মীরা। তাদের কথায়-  ক্রমবর্ধমান মানুষের সাথে এই বাঘেরা লড়াইয়ের মুখোমুখি হচ্ছে, কারণ তাদের প্রাকৃতিক আবাস দ্রুত ধ্বংস করা হচ্ছে।ছবি-এএফপি

Published on: নভে ১৭, ২০১৮ @ ১৭:৪০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 − = 31