মেদিনীপুরের জঙ্গলে জখম হায়নাকে উদ্ধার করে গ্রামবাসীরা যা করলেন তা সত্যিই প্রশংসনীয়

Main বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                      ছবি-বাপন ঘোষ

Published on: নভে ১৭, ২০১৮ @ ২৩:২০

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৭ অক্টোবরঃ এর আগে গ্রামের মানুষ রয়্যাল বেঙ্গল টাইগার হত্যা করেছিল। তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। ফের আরও এক হিংস্র পশু হত্যা হতে পারত। তবে এ ক্ষেত্রে গ্রামবাসীরা সেই পথে হাঁটেনি।আর সেজন্য মেদিনীপুরের নারায়নগড়ের বেল্টির জঙ্গলে দেখতে পাওয়া হায়না প্রাণে বেঁচে গেল। গ্রামবাসীরা এই হায়নাটিকে উদ্ধার করে যা করলেন তা সত্যি এক প্রশংসার দাবি রাখে।

শনিবার সকালে বেল্টির জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ ঘুম থেকে উঠতেই দেখতে পায় একটি হায়না গ্রামের ভিতর ঘুরে বেড়াচ্ছে। সে খুড়িয়ে হাঁটছে। প্রথমটায় তারা ডোরা কাটা হায়না দেখে ভয় পেয়ে গেছিল।কয়েকজন হায়নাটিকে তাড়াতে যায়। কিন্তু তারা বুঝতে পারে হায়নাটি আহত। সে ছুটতে পারছে না। হাঁটতে গেলেও কষ্ট হচ্ছে।

এই অবস্থা দেখে গ্রামের মানুষ ঠিক করে হায়নাটিকে তারা তাড়াবে না। কারণ, এই হায়না গ্রামের কারও ক্ষতি করেনি। সে সম্ভবত ট্রেনে ধাক্কা খেয়ে জখম হয়ে খোড়াচ্ছে। এরপর গ্রামের কয়েকজন এগিয়ে গিয়ে জখম হায়নাটিকে উদ্ধার করে। তারা হায়নাটিকে একটি ফাঁকা জায়গায় রেখে দেয়। তার যাতে কোনও ক্ষতি না হয়ে সেদিকে কড়া নজর রাখতে থাকে। এর মধ্যে গ্রামবাসীরা বন দফতরের কাছে এই খবর পাঠায়।

খবর পেয়ে হিজলি রেঞ্জের বন দফতরের কর্মীরা জখম হায়নাটিকে সেখান থেকে নিয়ে যায়। সেখানেই প্রাণী চিকিৎসকরা হায়নাটির চিকিৎসা শুরু করেছে। এরপর আরও চিকিৎসার জন্য জখম হায়নাটিকে ঝাড়গ্রামের মিনি জু’তে নিয়ে যাওয়া হবে বলে বন দফতর সূত্রে জানা গেছে।এদিন হায়নাটিকে দেখতে ভিড় জমিয়েছিল গ্রামের বহু মানুষ।

তবে এই হায়নাটি কঠা থেকে এল তার কোনও জবাব বন দফতর দিতে পারেনি। কারণ, মেদিনীপুরের জঙ্গলে হায়নার অস্তিত্ব আছে বলে কোনওদিন শোনা যায়নি। ইদানীং এই এলাকার জঙ্গল যেভাবে বন্য জীবজন্তুর আশ্রয়স্থল হয়ে উঠছে তা নিয়ে বন দফতর যে আরও সক্রিয় আর সতর্ক হতে হবে এবং সেই সঙ্গে এই সব বন্য জীবজন্তুর সুরক্ষা সুনিশ্চিত করতে হবে তা নিয়ে প্রাণী বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন।

Published on: নভে ১৭, ২০১৮ @ ২৩:২০

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =