বিবেক মেলা ২০২০: আগামিকাল থেকে বারাকপুরে শুরু হতে চলেছে এক নয়া উৎসব

রাজ্য
শেয়ার করুন

  • বেঙ্গল স্বামী বিবেকানন্দ এন্ড রাজীব গান্ধী ইয়ুথ সেন্টার এই মেলা উৎসবের আয়োজন করেছে।
  • মেলা চলবে ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত।

 Published on: জানু ৯, ২০২০ @ ১৭:০২ 

এসপিটি নিউজ, বারাকপুর, ৯ জানুয়ারি: তিনদিনের এক নয়া উৎসব শুরু হতে চলেছে আগামিকাল থেকে বারাকপুরে।নাম দেওয়া হয়েছে বিবেক মেলা ২০২০। বেঙ্গল স্বামী বিবেকানন্দ এন্ড রাজীব গান্ধী ইয়ুথ সেন্টার এই মেলা উৎসবের আয়োজন করেছে। এর প্রধান পৃষ্ঠপোষক সম্রাট তপাদার। এই মেলা ঘিরে এখন সাজো সাজো রব বারাকপুরের নাপিতপাড়া এলাকায়।

বহু প্রতীক্ষার অবসান

গত কয়েক বছর ধরে দেখা গিয়েছে বারাকপুর মহকুমায় নৈহাটি, শ্যামনগর, খড়দহ, পানিহাটি, হালিসহর, কাঁচড়াপাড়া প্রতিটি অঞ্চলেই শীতের সময় নানা ধরনের উৎসবের আয়োজন হয়ে থাকে। আর তা হয় মহা সমারোহে। কিন্তু বারাকপুর মহকুমা সদর শহর হওয়া সত্ত্বেও সেখানে তেমন ধরনের মেলার আয়োজন হয়নি। সেই তাগিদ থেকেই বারাকপুরের ভূমিপুত্র সমাজসেবী আইনজীবী তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার এধরনের সাংস্কৃতিক উৎসবের আয়োজনের চিন্তাভাবনা করেন। আর সেই চিন্তাই অবশেষে বাস্তবে রূপ নেয়। আগামিকাল ১০ জানুয়ারি সেই বহু প্রতীক্ষিত দিন হতে চলেছে বারাকপুরবাসীর কাছে। অবশেষে বিবেক মেলা ২০২০-র মাধ্যমে সংস্কৃতমনস্ক বারাকপুরবাসী সেই স্বাদ পেতে চলেছেন।

প্রধান পৃষ্ঠপোষক সম্রাট তপাদার যা বললেন

প্রধান পৃষ্ঠপোষক সম্রাট তপাদার জানালেন- “বিবেক মেলা ২০২০ এ বছর প্রথ শুরু হচ্ছে। মেলা চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত।আমরা স্বামী বিবেকানন্দের নীতি ও আদর্শকে সামনে রেখে এগোতে চাই। স্বামীজী বলতেন- জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরাও মনে করি মানুষের সেবায় মানুষের পাশে থেকে তাদের সাহায্য করাটাই আসল কাজ। আমরা তাই স্বামীজীর জন্মজয়ন্তীতে এবার আরও বড় করে এ ধরনের উৎসবের আয়োজন করেছি। আমরা আসুন, আমাদের এই মেলায় ঘুরে যান।আমরা চাই ধর্ম যার যার উৎসব সবার। এই ধারাকে বজায় রেখে সকলে মেলায় আসুন। উৎসবের আনন্দ উপভোগ করুন। বাংলার সংস্কৃতিকে ছড়িয়ে দিন সকলের মধ্যে।”

মেলায় যা থাকছে

  • মেলায় নানা ধরনের সংস্কৃতিমূলক অনুষ্ঠান যার মাধ্যে আছে নাচ, গান, অঙ্কন প্রতিযোগিতা আছে।১০ জানুয়ারি নম্রতা চক্রবর্তীর উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। নৃত্য পরিবেশন করবে নিবেদিতা নৃত্যকলার ছাত্র-ছাত্রীরা। এছাড়াও থাকছে যেমন খুশী সাজো, নৃত্য প্রতিযোগিতা, থাকছে ফুচকা খাওয়া প্রতিযোগিতা।মেলায় বিশেষ কয়েকন গুণিজনকে দেওয়া হবে সম্বর্ধনা। থাকছে ১৪৮ রকমের পাখির প্রদর্শনী ও দেখতে পাবেন পুষ্প প্রদর্শনীও।
  • তবে মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বিখ্যাত কয়েকজন সঙ্গীত শিল্পীর সঙ্গীত পরিবেশন। যাদের মধ্যে রয়েছেন লিটল চ্যাম্প খ্যাত সালিনী, থাকছে পর্ণাভ, এছাড়াও থাকছেন বম্বে খ্যাত সুজয় ভৌমিক। শেষ দিন থাকছেন আরও বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী।

থাকছে সমাজসেবামূলক কর্মসূচিও

তবে বারাকপুরে আয়োজিত এই বিবেক মেলা যে শুধু বিনোদন আর আনন্দ-ফূর্তির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না সেখানে যে সমাজসেবামূলক কিছু কাজও হবে সেকথাও জানিয়ে দিলেন সম্রাট তপাদার। তিনি জানালেন- আমাদের লক্ষ্য যেমন বাংলার কৃষ্টি-সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া ঠিক তেমনই য়ামাদের লক্ষ্য সমাজের পারান্তিক মানুষদের মুখে হাসি ফুটিয়ে তোলা। তাদের পাশে দাঁড়িয়ে কিছু সাহায্য করা। তাই আমরা ঠিক করেছি স্বামী বিবেকানন্দের জন্মদিনে ১২জানুয়ারি আমরা প্রান্তিক মানুষগুলির হাতে বস্ত্র তুলে দেব। এভাবেই আমরা আমাদের যাত্রা এগিয়ে নিয়ে যাব।

Published on: জানু ৯, ২০২০ @ ১৭:০২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 48 = 58