শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়তেই খেজুড়িতে তৃণমূলের ছ’টি কার্যালয় দখল, প্রতিকার চেয়ে রাস্তায় বসে বিক্ষোভ কর্মীদের

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ২৮, ২০২০ @ ১৬:২২
Reporter: Biswajit Pandey

এসপিটি নিউজ, পূর্ব মেদিনীপুর, ২৮ নভেম্বর:   শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছা্ড়ার পর থেকেই রাজ্য রাজনীতি সরগরম হতে শুরু করেছে। আজ সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত গণ্ডগোল হয়েছে। খুজুরিতে তৃণমূল কংগ্রেসের ছ’টি কার্যালয় দখল হয়ে গেছে। সেখানে বিজেপির পতাকা ঝুলিয়ে দেওয়া হছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।

তৃনমূল সরকার ক্ষমতা আসার পেছনের খেজুরি ও নন্দীগ্রাম ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। ফের দশ বছরের পুরনো ইতিহাস প্রত্যাবর্তন হল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে।তৃণমূলের দলীয় পাটি অফিস দখল হয়ে যাওয়ার অভিযোগ তুলে তৃনমূল কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি নেতৃত্বরা। শুধু তাই নয় পার্টি অফিস দখল করে বিজেপি দলীয় পতাকা লাগানোর পাশাপাশি ও ভাঙচুর চালায় বিজেপি বলে তৃণমূলের অভিযোগ।অবশেষে তৃনমূল কর্মী সর্মথকদের বুঝিয়ে রাস্তা অবরোধ তুলে দেয় পুলিশ।

শুক্রবার নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তার পরিবহন ও সেচ মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। আর সেই পদত্যাগ পত্র রাজ্যপাল ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ই-মেল মাধ্যমে পাঠিয়ে দেন শুভেন্দু অধিকারী।

জানা গেছে, শুক্রবার শুভেন্দু অধিকারী তার পরিবহন ও সেচ মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। এদিন সন্ধ্যা থেকে বিজেপি দলীয় কর্মীদের উল্লাস চোখে পড়ার মতন ছিল। রাতেই এলাকায় বাজি ফাটিয়ে উল্লাস করেন বিজেপি কর্মীরা। রাতেই অন্ধকারে খেজুরি বীরবন্দ, পাটনা সহ ৬ টি তৃনমূল দলীয় পার্টি অফিস ভাঙচুর করে ও দখল করে নেয় বিজেপি কর্মীরা বলে অভিযোগ। শনিবার সকালে এসে তৃনমূল কর্মীরা এ খবর জানতে পেরে ক্ষিপ্ত হয়ে উঠে। পুলিশকে জানিয়েও কোন ব্যবস্থা গ্রহন করেননি। এর প্রতিবাদে তৃণমূল কর্মী সমর্থকরা খেজুরি -বোগা রাস্তায় মিঁয়া মোড় এর কাছে প্রায় দেড় ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ব্যাপক যানজট তৈরি হয়। পুলিশ এসে বুঝিয়ে অবরোধ তুলে দেয়।

খেজুরি বীরবন্দ অঞ্চলের অঞ্চল তৃণমূল সভাপতি শেখ নরসেদ আলি বলেন- লোকসভা নির্বাচনের পর থেকে এলাকার বিজেপি কর্মীরা সন্ত্রাস সৃষ্টি করতে চেয়েছিল। শুভেন্দু অধিকারী শুক্রবার মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ দেওয়ার পর এলাকার বিজেপি কর্মী সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চলছিল। রাতেই এলাকায় বাজি ফাটানো শুরু করে। রাতের অন্ধকারে আমাদের ৬ টি পার্টি অফিস দখল করে নেয় ও ভাঙচুর চালায় এবং বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দেয়। পুলিশকে বিষয়টি জানিয়েছি। উত্তেজিত কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।

যদিও পুরোপুরি অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তাপস কুমার দোলাই বলেন- এই ঘটনায় তীব্র ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টি দখলদারির রাজনীতি করে না। এই ঘটনার সঙ্গে আমাদের কেউ যুক্ত নয়। তৃণমূলের গোষ্ঠীর কারণে এমন ঘটনা ঘটেছে। তাপসবাবু আরও বলেন, খুবই লজ্জাজনক ঘটনা। সরকার ক্ষমতায় থেকেও রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে তৃণমূল কর্মীদের। যদিও এই ঘটনায় খেজুরি থানার পুলিশের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

Published on: নভে ২৮, ২০২০ @ ১৬:২২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 1