প্রবল বিস্ফোরণ: কেঁপে উঠল নৈহাটি, চুচুঁড়ার বিস্তীর্ণ এলাকা, আতঙ্কিত মানুষ, দেখুন কি ভয়াবহ দৃশ্য

রাজ্য
শেয়ার করুন

  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।
  • এই ঘটনায় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।ভাঙচুর করা কয়েকটি গাড়ি।
  • বাড়ির দেওয়াল চাপা পড়ে অল্পের জন্য বেঁচে যায় একজন শিশু।
  • অনেক উঁচু পর্যন্ত আকাশে ধোঁয়ার কুন্ডলী পাকিয়ে উঠতে দেখা যায়। লোকজন আতঙ্কে কাঁপতে থাকে।

Published on: জানু ৯, ২০২০ @ ২৩:২২  

এসপিটি নিউজ, নৈহাটি, ৯ জানুয়ারি:  বৃহস্পতিবার নৈহাটিতে গঙ্গার ঘাটে বাজেয়াপ্ত বোমার বিস্ফোরক নিস্ক্রিয় করে পুলিশ। আর সেই সময় এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল নৈহাটি-চুচুঁড়ার বিস্তীর্ণ এলাকা।এমন প্রকান্ড শব্দে আশপাশের মানুষজন ভয়ে কেঁদে ফেলে। জখম হয়েছে বেশ কয়েকজন মানুষ। ক্ষতিগ্রস্ত গঙ্গার এপারে নৈহাটির পাশাপাশি ওপারে চুচুঁড়ার বিস্তীর্ণ এলাকাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রাক্তন পুলিশ কর্তারা অবশ্য বোমা নিষ্ক্রিয় করা্র দায়িত্বে থাকা পুলিশের পরিকল্পনায় ঘাটতি ছিল বলে ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনায় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।ভাঙচুর করা কয়েকটি গাড়ি।

পুলিশ গঙ্গার ঘাটে বিস্ফোরকগুলি নিষ্ক্রিয় করছিল

এদিন নৈহাটির গোয়ালাপাড়া এলাকার কাছে একটি ঘাটে পুলিশ বাজেয়াপ্ত বোমার মশলা যা কিনা এখন বিস্ফোরক বলেই মনে করছে অনেকে তা নিষ্ক্রিয় করতে গিয়ে বিপত্তি ঘটে। গত কয়েকদিন ধরেই পুলিশ গঙ্গার ঘাটে অল্প অল্প করে বিস্ফোরকগুলি নিষ্ক্রিয় করে যাচ্ছিল। কিন্তু তারা অনেক বেশি পরিমাণে তা নিষ্ক্রিয় করতে যায়।য়ার সেইসময় ঘটে বিপত্তি। আশপাশের বহু বাড়ির দরজা-জানালা থেকে শুরু করে দেওয়ালে ফাটল ধরে। কিছু হালকা ধরনের ঘরবাড়ি রীতিমতো ভেঙে পড়ে। অ্যাসবেসটসের চাল উড়ে যায়। বাড়ির দেওয়াল চাপা পড়ে অল্পের জন্য বেঁচে যায় একজন শিশু। বিস্ফোরণের সময় এমন প্রকান্ড শব্দ হয় যে দেখে মনে হয় যেন সেখানে পরমাণু বোমা ফেটেছে। অনেক উঁচু পর্যন্ত আকাশে ধোঁয়ার কুন্ডলী পাকিয়ে উঠতে দেখা যায়। লোকজন আতঙ্কে কাঁপতে থাকে। গঙ্গার ওপারে চুচঁড়াতেও কয়েকটি বাড়ি এমনকি ফ্ল্যাটের দেওয়ালে ফাটল ধরে। দরজ-জানালা কেঁপে ওঠে। কাঁচ ভেঙে পড়ে।

এইভাবে বিস্ফোরক নিষ্ক্রিয় করার ব্যবস্থা সঠিক নয়-প্রাক্তন পুলিশ কর্তা

নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় এবং চুচুঁড়া পুরসভার চেয়ারম্যান এদিনের ঘটনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি পঙ্কজ দত্ত জানিয়েছেন, এইভাবে বিস্ফোরক জাতীয় পদার্থ নিষ্ক্রিয় করার ব্যবস্থা সঠিক নয়। এজন্য আগে থেকে জায়গার মানচিত্র দেখে নেওয়া উচিত। যেখানে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয় দেখতে হয় আশপাশে লোকালয় আছে কিনা। তাদের বিশেষ পোশাক পরতে হয়। এসব ব্যবস্থা ঠিক করে নিষ্ক্রিয় ক্রতে গেলে এত ক্ষয়ক্ষতি হত না।

রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন- মনে হচ্ছে পশ্চিমবঙ্গটাই উড়ে যেত। মমতা ব্যানার্জি বোমা তৈরি করার যদি কারখানা গড়ার অনুমতি দিয়ে থাকেন তাহলে বোমা নিষ্ক্রিয় করার জন্য তার ব্যবস্থা করে রাখা উচিত। সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন- গোটা পশ্চিমবঙ্গেই বোমা ফাটছে। সাম্প্রতিক ঘটনা ঘটেছে আজ নৈহাটিতে। সেখানে বিস্ফোরণ হচ্ছে আর মুখ্যমন্ত্রী বলছে বাজি কারখানার বাজি নিষ্ক্রিয় করা হচ্ছে। তাঁর কাছে তো বাজি আর বোমা একই জিনিস। উনি তো বোমার কারখানাকে বাজির কারখানা বলে চালাচ্ছেন।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এটা সাধারণ বিস্ফোরণ নয়। আমরা হিরোশিমা-নাগাসাকিতে যে বিস্ফোরণের কথা শুনেছি।এ তো সেরকমই ঘটনা।গোটা পশ্চিমবঙ্গেই তো এ ধরনের বোমার কারখানা এখন ছড়িয়ে আছে।

এদিন এই ঘটনার পর উত্তেজিত মানুষ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, এই ঘটনার তদন্ত করে দেখা হবে। আগামিকাল এখানে ফরেন্সিক বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা করে দেখবে। উল্টোদিকে চুচুঁড়া এলাকায় চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীরকে ঘিরে ক্ষোভ উগরে দেন স্থানীয় মানুষ।

Published on: জানু ৯, ২০২০ @ ২৩:২২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

46 − = 42