বিধিভঙ্গের নোটিশ খেয়ে তৃণমূল বিধায়ক বলে বসলেন “ভুল তো করেছে নির্বাচন কমিশন”, অস্বস্তিতে দল

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

Published on: এপ্রি ৬, ২০১৯ @ ২৩:৫৩

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৬ এপ্রিলঃ মেয়াদ উত্তীর্ণ মেদিনীপুর পুরসভা এখন প্রশাসকের হাতে। অথচ স্থানীয় এক সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করে মেদিনীপুরের তৃণমূলের বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি ও পুরসভার বিদায়ী পুরপ্রধান প্রণব বসু দাবি করে বসলেন যে তারাই হলেন পুরসভার প্রশাসক। নাগরিকরা যে কোনও অভাব-অভিযোগে তাদের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।এমন কাজকে নির্বাচনী আচরন বিধিভঙ্গের আওতায় ফেলে নির্বাচন কমিশনে অভিযোগ করে কংগ্রেস ও বিজেপি।কমিশন দু’জনকেই শোকজ নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব চেয়েছে।আর এই নোটিশ পেয়েই বিধায়ক বলে বসেছে ‘ভুল তো করেছে খোদ নির্বাচন কমিশনই।’ যা নিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস।

৪৮ ঘণ্টার মধ্যে জবাব চাইল নির্বাচন কমিশন

1) মেদিনীপুর পুরসভার মেয়াদ ফুরিয়েছে। এখন পুরসভার দায়িত্বে আছে প্রশাসক। ইতিমধ্যে নির্বাচনী প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এর মধ্যে মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি ও বিদায়ী পুরপ্রধান প্রণব বসুর নাম দিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্থানীয় এক সংবাদপত্রে। যেখানে এই দু’জন নিজেদের পুরসভার পুরপ্রশাসক বলে উল্ল্যেখ করে বলা হয়েছে নাগরিকরা তাদের অভাব-অভিযোগ নিয়ে নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।

2) এরপরই কংগ্রেস ও বিজেপি বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এনে নির্বাচনী আচরন বিধিভঙ্গের অভিযোগ তোলে। কমিশন তাদের অভিযোগ গ্রহণ করে তৃণমূল বিধায়ক ও বিদায়ী পুরপ্রধানকে শোকজ নোটিশ ধরিয়ে ৪৮ ঘণ্টার ভিতর কারণ দর্শাতে নির্দেশ দিয়েছে।

3) দু’জনেই নোটিশের প্রাপ্তি স্বীকার করেছেন। তবে বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি দাবি করেছেন, তারা মোটেও ভুল করেননি। যা করেছেন আইনসঙ্গত। তবে ভুল যদি কেউ করে থাকে তবে তা করেছে নির্বাচন কমিশন।বিধায়কের মুখে এমন কথায় অস্বস্তি বেড়েছে তৃণমূলের।

Published on: এপ্রি ৬, ২০১৯ @ ২৩:৫৩

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 27 = 36