বাড়ছে করোনাঃ মমতার এক দফায় ভোটের অনুরোধ, কমিশন জানিয়ে দিল সম্ভব নয়

Main কোভিড-১৯ দেশ ভোট সংবাদ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ১৫, ২০২১ @ ২৩:২৯

এসপিটি নিউজ, কলকাতা, ১৫ মার্চ:  রাজ্যে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি উদ্বগজনক হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে বাকি দফার ভোট এক দফায় করার অনুরোধ জানিয়েছেন। যদিও নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তা সম্ভব নয়। কারণ, এক দফায় ভোট করলে যে পরিমান বাহিনী দরকার তা নেই।

আজ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের করোনা পরিস্থিতির ভয়াবহতা দেখে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়ে বলেছেন যে তারা যেন বাকি দফার ভোট এক দফাতেই সেরে ফেলেন। এতে ভাইরাসজনিত সংক্রমণের হাত থেকে মানুষকে রক্ষা করবে।

জানিয়ে রাখা ভাল যে আজ রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৭৬৯জন। যা সাম্প্রতিক কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ। সব মিলিয়ে এ পর্যন্ত রাজ্যে কোভিড মামলা দাঁড়িয়েছে ৬,৩৬,৮৮৫জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫,৮৯,৪২৪জন। ১৫ এপ্রিল পর্যন্ত মারা ১০,৪৮০জন।

নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে এদিন ভিডিও কনফারেন্স করেন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। এই বৈঠকেই শনিবারের পর বাকি তিন দফা ভোট এক দফায় না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। কমিশন সুট্রে জানা গেছে, তিন দফার জন্য অতিরিক্ত ১৪০০ কোম্পানি বাহিনী লাগবে। যার মধ্যে ষষ্ঠ দফায় ৯২৪ কোম্পানি, সপ্তম দফায় ৭৯১ কোম্পানি এবং অষ্টম দফায় ৭৪৬ কোম্পানি মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেক্ষেত্রে তিন দফায় লাগবে মোট ২৪৬১ কোম্পানি বাহিনী ।এখন রাজ্যে আছে ১০৭১ কেন্দ্রীয় বাহিনী। এই অবস্থায় এত অল্প সময়ে অতিরিক্ত বাহিনীর ব্যবস্থা করা সম্ভব নয়।

নির্বাচন সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা ইয়েছে। বাড়ানো হচ্ছে পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা। আসছেন আরও ১১ জন পর্যবেক্ষক। সেক্ষেত্রে মোট পর্যবেক্ষকের বেড়ে দাঁড়াচ্ছে ৬৬জন।

Published on: এপ্রি ১৫, ২০২১ @ ২৩:২৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 1