ভোটকর্মীদের গলায় পোস্টার-লেখা, ‘রাজকুমার রায় আর হতে চাই না, চাই কেন্দ্রীয় বাহি্নী’

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

  1. ভোট কর্মীদের দাবি- তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা।

  2. ভোটের স্বচ্ছতা সুনিশ্চিত করা।

  3. নিজের ভোট নিজে দিতে পারাটা সুনিশ্চিত করা।

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

 Published on: এপ্রি ৭, ২০১৯ @ ০০:৪১ 

এসপিটি নিউজ, ঘাটাল, ৬ মার্চঃ না, এ কোনও বিরোধী রাজনৈতিক দলের দাবি নয়- এ দাবি ভোটের কাজের প্রশিক্ষন নিতে আসা কয়েকজন শিক্ষকদের। যাদের ভোটকর্মী হিসেবে নির্বাচনের কাজে লাগানো হবে। আর তাই তারা আগে থেকেই নিরাপত্তার দাবিতে সরব হয়ে গলায় পোস্টার ঝুলিয়ে কেন্দ্রীয় বাহিনী চেয়েছে। একই সঙ্গে তাঁদের আকুতি- ‘আর রাজকুমার রায় হতে চাই না।’

নিরাপত্তা সুনিশ্চিত করতে চান ভোটের কাজ নিযুক্ত শিক্ষকরা

1) গত কয়েকটা নির্বাচনে দেখা গেছে ভোটের কাজে নিযুক্ত কর্মীদের প্রায় সময়ই শাসক দলের লোকজনের রোষের মুখে পড়তে হয়েছে।যা করতে গিয়ে ভোট কর্মীদের প্রাণের ঝুঁকি নিতে হয়েছে। আর সেরকমই একজন হলেন রাজকুমার রায়। যাকে অকালে চলে যেতে হয়েছে পৃথিবীর মায়া ত্যাগ করে।তাই এবার আগে থেকেই সতর্ক ভোটকর্মীরা।

2) ঘাটালের বসন্ত কুমারী স্কুলে ভোটের কাজের প্রশিক্ষন নিতে এসেছিলেন শিক্ষকরা। যেখানে তারা অভিনব কায়দায় বিক্ষোভ দেখান। গলায় পোস্টার ও সাইনবোর্ড লাগিয়ে তাঁরা নিরাপত্তার দাবিতে সরব হন। সেখানে তারা লেখেন -‘আর রাজকুমার রায় হতে চাই না। কেন্দ্রীয় বাহিনী চাই।’ তাঁরা এরপর ঘাটালের মহকুমা শাসকের সঙ্গেও দেখা করে তাঁদের সমস্যার কথা জানান।

3) শিক্ষক সৌরভ চক্রবর্তী ও সুমন ঘোষ জানান, “ভোটের দিন আমরা ভোট নিতে গিয়ে আতঙ্কে থাকি। তাই আমরা চাই আগে থেকে ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা , ভোটে স্বচ্ছতা এবং অবশ্যই নিজের ভোট যাতে ভোটার নিজে দিতে পারেন সেটাও সুনিশ্চিত করা।এবং অযথা হয়রানি বন্ধ করা।”

Published on: এপ্রি ৭, ২০১৯ @ ০০:৪১

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 3 =