বিধানসভা উপ-নির্বাচনেও তৃণমূল কংগ্রেসকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিল বিজেপি

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে এখনও পর্যন্ত এগিয়ে

তৃণমূল কংগ্রেস- ৩

বিজেপি-৪

কংগ্রেস-১

Published on: মে ২৩, ২০১৯ @ ১২:১৫

এসপিটি নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভার উপ-নির্বাচনেও যে বিজেপির শক্ত চ্যালেঞ্জের মুখে পড়ল। রাজ্যের আটটি আসনের উপ-নির্বাচনে গণনার যা ট্রেন্ড এখন পর্যন্ত জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে তালে ৪টি আসনে এগিয়ে ভারতীয় জনতা পার্টি। ৩টিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস। একটিতে এগিয়ে কংগ্রেস।

কোন আসনে কে এগিয়ে

ভাটপাড়ায় বিজেপি প্রার্থী পবন সিং এগিয়ে। দার্জিলিঙে এগিয়ে বিজেপি প্রার্থী নীরজ তামাং জিম্বা। হাবিবপুরে এগিয়ে আছে বিজেপির জোয়েল মুর্মু। ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের আব্দুল করিম চৌধুরী এগিয়ে এছেন। কান্দির আসন নিয়ে কিন্তু অধীর চৌধুরী ও শুভেন্দু অধিকারীর মধ্যে প্রেস্টিজ ফাইট হয়েছিল। সেই কান্দিতে কিন্তু এখনও পর্যন্ত কংগ্রেসের প্রার্থী সফিউল আলম খান এগিয়ে আছেন। নদিয়ার কৃষ্ণগঞ্জ কেন্দ্রে এগিয়ে আছেন বিজেপির আশীষ কুমার বিশ্বাস। নওদাতে এগিয়ে আছেন তৃণমূলের শাহিনা মমতাজ বেগম। উলুবেড়িয়া পূর্বে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ইদ্রিশ আলি।

প্রাপ্ত ভোটের শতকরা হিসেবেও চমক বিজেপির

সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গে বিধানসভার উপ-নির্বাচনে এভাবে শাসক দলকে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা কিন্তু ভাবা যায়নি। এবার সেটাই হয়ে গেল এই রাজ্যে। যা একেবারেই কিন্তু অপ্রত্যাশিত। যেখানে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের শতকরা হার ৪২.২২ শতাংশ সেখানে একেবারে পিছনে চলে এসেছে বিজেপি। তাদের প্রাপ্ত ভোটের শতকরা হার ৩৮.৯ শতাংশ।কংগ্রেসের কমে এসেছে ৯.৬ শতাংশ।

Published on: মে ২৩, ২০১৯ @ ১২:১৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 14 = 22