আজ রাজ্যে দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু, ১৯৪ কোম্পানি কেন্দ্রী বাহিনী মোতায়েন

দেশ রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: এপ্রি ১৮, ২০১৯ @ ০৮:৩২

এসপিটি নিউজ ব্যুরোরীতিমতো কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হয়ে গেল দেশের সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও আজ তিন কেন্দ্র দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জে ভোট। প্রথম দফায় অর্ধেকের বেশি বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ক্ষোভ প্রকাশ করেছিল বিরোধীরা। দ্বিতীয় দফায় তা অনেকটাই পূরণ করল নির্বাচন কমিশন। তিন কেন্দ্রে এবার ১৯৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল তারা।

১১ এপ্রিল হয়ে গেছে প্রথম দফার ভোট। ওই দিন ১৮টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১টি লোকসভা আসনে ভোটগ্রহণ হয়। ভোট পড়ে ৬৯.৪৩শতাংশ। আজ দেশের ১১টি রাজ্যের ৯৫টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গের আছে ৩টি কেন্দ্র দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ।এছাড়াও আসামের ৫টি, বিহারে ৫টি, ছত্তিশগড়ে ৩টি, জম্মু ও কাশ্মীরে ২টি, কর্ণাটকায় ১৪টি, মহারাষ্ট্রে ১০টি, মণিপুরে ১টি, উড়িষ্যায় ৫টি, তামিলনাড়ুতে ৩৮টি এবং উত্তরপ্রদেশে ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আজ রাজ্যে তিন কেন্দ্রের মোট ৫,৩৯০টি বুথে ভোট গ্রহণ চলছে। যেখানে মোট ৪২জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। মোট ভোটার ৪৯লক্ষ ৩২হাজার ৩৪৬জন।

দার্জিলিং

এখানে মোট ৬৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যার মধ্যে শুধু ৩১কোম্পানি আধাসেনা থাকছে দার্জিলিঙেই। শিলিগুড়িতে রাখা হয়েছে ২৯ কোম্পানি ও কালিম্পংয়ে ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।এই কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৮৯৯। পুরুষ ভোটার ৮ লক্ষ ৬হাজার ২৯৮ এবং মহিলা ভোটার ৭ লক্ষ৯২হাজার ৫৪৩জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২২জন।

জলপাইগুড়ি

এখানে নিরাপত্তার দায়িত্বে থাকছে ৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এখানে মোট বুথের সংখ্যা ১৮৬৮। এই কেন্দ্রে পুরুষ ভোটার ৮লক্ষ ৮৪হাজার ৫৬৫জন এবং মহিলা ভোটার ৮লক্ষ ৪৫হহাজার ২৪৫জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১৯জন।

রায়গঞ্জ

এই কেন্দ্রে মোট ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে মোট বুথ ১৬২৩। পুরুষ ভোটার ৮লক্ষ ২৮হাজার ৩৩৩ এবং মহিলা ভোটার ৭লক্ষ ৬৭হাজার ২৬২জন। তৃতীয় লিঙ্গ আছে ৭৩জন।

জানা গিয়েছে যেসব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না সেখানে রাজ্য পুলিশের বাহিনী থাকবে। থাকবে রিজার্ভ ফোর্সও।সিসি ক্যামেরা তো থাকছেই।

Published on: এপ্রি ১৮, ২০১৯ @ ০৮:৩২

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1