যাত্রার অনেক আগেই প্রকাশ পেল অমরনাথজীর বরফের জ্যোতির্লিঙ্গের

Main দেশ ধর্ম ভ্রমণ
শেয়ার করুন

Published on: মে ২২, ২০১৯ @ ২৩:৪৮

এসপিটি নিউজ ডেস্ক: এখনও এক মাসের অধিক সময় বাকি আছে অমরনাথ যাত্রার। কিন্তু তার অনেক আগেই প্রকাশ পেল অমরনাথজীর বরফের জ্যোতির্লিঙ্গের। সংবাদ সংস্থা এএনআই সেই ছবি দিয়ে ট্যুইট করেছে।

এ বছর ২০১৯ সালে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে ১লা জুলাই। ইতিমধ্যে প্রশাসনিক স্তরে তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থাও। শুরু হয়ে গিয়েছে যাত্রায় অংশ নেওয়া মানুষের নাম রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াও।

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী স্কন্দষষ্ঠীতে শ্রাবণ পূর্ণিমায় রাখী বন্ধন উৎসবের দিনে এই অমরনাথ যাত্রা শুরু হয়। এবারেও সেই দিন পড়েছে ১লা জুলাই। ওইদিন থেকেই বাবা অমরনাথজীর দর্শনে যাত্রা শুরু করতে চলেছেন লক্ষাধিক ভক্ত।

পবিত্র এই গুহায় অমরনাথজীর এই বরফের জ্যোতির্লিঙ্গের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন শ্রী অমরনাথজী শ্রাইণ বোর্ড বা এসএএসবি।জম্মু-কাশ্মীরের আইন অনুযায়ী রাজ্যের রাজ্যপাল হন এই বোর্ডের এক্স-অফিসিও।

একই সঙ্গে বোর্ড গতবার থেকে ‘গ্রুপ রেজিস্ট্রেশন’ চালু করেছে। কারণ, এমন অনেকেই আছেন যারা গ্রুপ করে এই তীর্থস্থান ভ্রমণ করতে আসেন। যারা বন্ধু, আত্মীয় কিংবা প্রতিবেশীদের নিয়ে আগমন করেন। তাদের কথা ভেবেই এই গ্রুপ রেজিস্ট্রেশন এবারেও বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে এসএএসবি।

বলা হয়েছে, প্রতিদিন এক একটি রুটে ৭,৫০০জন করে তীর্থযাত্রীকে যাত্রার জন্য অনুমতি দেওয়া হবে। এখানে হেলিকপ্টার কিংবা পঞ্চতরণী দিয়ে পৌঁছনো যায়। এছাড়াও যারা ট্রেক করে অমরনাথজীর দর্শনে যান তার জন্য রয়েছে দু’টি রুট। একটি হল- পহেলগাঁও-চন্দনবাড়ি এবং অপর রুট হল সোনমার্গ-বালতাল রুট।মনে করা হচ্ছে এবারও আরও অনেক বেশি তীর্থযাত্রীর আগমন ঘটতে চলেছে এখানে।

Published on: মে ২২, ২০১৯ @ ২৩:৪৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 7 = 1