পাকিস্তানকে প্রধানমন্ত্রী মোদির হুঁশিয়ারি-অনেক সয়েছি, এবার তোমাদের ঘরে ঢুকে মারব

Main দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: মার্চ ৪, ২০১৯ @ ২৩:৫৭

এসপিটি নিউজ ডেস্কঃ জঙ্গিদের বাড়বাড়ন্ত নিয়ে এবার ফোস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে তিনি সোমবার পাকিস্তান এবং তাদের জঙ্গিদের আলটিমেটাম দিয়ে বলেন-ভারত বিগত ৪০ বছর ধরে জঙ্গিদের অত্যাচার সহ্য করে চলেছে। কিন্তু আর নয়, এবার আমরা ঘরে ঢুকে মেরে আসব। তাতে তারা পাতালে গিয়েও যদি লুকোয় সেখান থেকেও বের করে আনব।

এদিন গুজরাটের এক জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন-“এটা নয়া ভারত, এই ভারত জঙ্গিদের সামনে কখনো মাথা নোয়াবে না, বলে বলে বদলা নেব এবং প্রয়োজনে শত্রুদের ঘরে ঢুকে হিসাব বুঝে নেব। ৪০ বছর ধরে জঙ্গিরা হিন্দুস্তানের বুকে গুলি মেরে চলেছে, কিন্তু ভোট ব্যাঙ্কের রাজনীতিতে ডুবে থাকা লোক তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ভয় পেয়েছে।”

তিনি বলেন,”আমার চেয়ারের প্রতি কোনও মোহ নেই, আমার চিন্তা আমার দেশ এবং দেশের মানুষের নিরাপত্তা নিয়ে। আমি এখন দীর্ঘ সময় অপেক্ষা করতে পারব না। এক এক করে হিসেব নেওয়া এখন আমার রুটিন হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানকে হুঁশিয়ারি দিতে গিয়ে মোদি বলেন-“জঙ্গিরা যদি মনে করে তারা পাতালের নীচে গিয়ে লুকোবে লুকোতেই পারে, কিন্তু আমরা তাদের ছাড়বো না, সেই পাতাল থেকে বের করে নিয়ে এসে মারব।’

এদিনের এই বক্তব্যে প্রধানমন্ত্রীর গলা থেকে বেরিয়ে আসে এমনই সব হুঁশিয়ারি। এতদিনে যেখানে দেখা গেছে জঙ্গিরা ভারতকে তুলোধোনা করে গেছে। তারা এদেশের মাটি ব্যবহার করে এদেশের যুবকদের টোপ দেখিয়ে তাদের দিয়ে এখানে জঙ্গি কাজকর্ম করে গেছে। এবার উলটো পুরান শুরু করতে চাইছে প্রধানমন্ত্রী মোদি। তা নিয়ে দেশের মধ্যে থাকা একশ্রেণির পাকিস্তানি দালাল যারা এখানে বছরের পর বছর ধরে পাকিস্তানের চামচেগিরি করে চলেছে সেইসব রাজনীতির লোকদের এক ধারে সরিয়ে রেখেই প্রধানমন্ত্রী এদিন সাফ পাকিস্তানকে বুঝিয়ে দিতে চেয়েছেন যে অনেক বেড়েছো আর বেড়ো না। তুমি যতই জঙ্গিদের আড়াল করার চেষ্টা করো না কেন এবার তুমি আটকাও তোমার শক্তি দিয়ে। আমরা তোমার ঘরে ঢুকে গিয়ে তোমার আদরের দুলালদের খতম করে আসব।

সেটা যে সত্যি সত্যি হতে চলেছে সেই ইঙ্গিত কিন্তু এদিন এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিং ধনোয়ার সাংবাদিক সম্মেলনেও পরিষ্কার করে দিয়েছেন। তিনিও বলেন-“বালাকোটে এয়ার স্ট্রাইক তো জঙ্গিদের বিরুদ্ধে একটা শুরু। এখনও জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অপারেশন খতম হয়নি। এখন এটা চলতেই থাকবে।”

সোমবার আমেদাবাদের সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদি বায়ুসেনার এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলা বিরোধী এবং তাদের নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন-“এয়ার স্ট্রাইক বিরোধীদের পেটে জ্বালা ধরিয়ে দিয়েছে। দেশের দুর্ভাগ্য যে কিছু নেতা শুধু বড় বড় ভাষন দিয়ে যাচ্ছে আর তাদের পাকিস্তানের সংবাদপত্রে হেডলাইন করা হচ্ছে।”

 

Published on: মার্চ ৪, ২০১৯ @ ২৩:৫৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 7 = 1