চারধাম যাত্রার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, রবিবার থেকেই শুরু হয়ে যাবে কেদারনাথের দ্বার খোলার প্রক্রিয়া

দেশ ধর্ম ভ্রমণ
শেয়ার করুন

  • ৭ই মে দুপুর একটা বেজে ১৫ মিনিটে যমুনোত্রীর দ্বার খুলছে।
  • ওই দিনই দুপুর সাড়ে ১১টা নাগাদ গঙ্গোত্রী ধামের দ্বার খুলে দেওয়া হবে।
  • ৯ই মে ভোর ৫টা ৩৫মিনিটে কেদারনাথ ধামের দ্বার খুলে দেওয়া হবে।
  • ১০ই মে ভোর ৪টে বেজে ১৫ মিনিটে বদ্রীনাথ ধামের দ্বার খুলে দেওয়া হবে।

Published on: মে ৪, ২০১৯ @ ২০:২২

এসপিটি নিউজ, দেরাদুন, ৪ মে: চারধাম যাত্রা শুরু হতে আর মাত্র কয়েকদিন। রবিবার শীতকালীন স্থান আঙ্কোরেশ্বর মন্দির উখীমঠে ভৈরবনাথের পুজোর সঙ্গে শুরু হয়ে যাবে কেদারনাথের মন্দিরের দ্বার খোলার প্রক্রিয়া। কেদারনাথ মন্দিরের দ্বার আগামী ৯ই মে খুলবে। সেখানে যাত্রা নিয়ে তীর্থযাত্রীদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।

৬ই মে উখীমঠ থেকে রওনা হচ্ছেন বাবা কেদারনাথ

1) আঙ্কোরেশ্বর মন্দিরে রবিবার সন্ধ্যায় ভৈরবনাথের মন্দিরে বিধিপূর্বক পুজোর সঙ্গে কেদারনাথের যাত্রা প্রক্রিয়া শুরু হয়ে যাবে। লোকশ্রুতি- ভৈরবনাথকে বাবা কেদারনাথের দ্বার রক্ষী মানা হয়ে থাকে। তাই ভৈরবনাথের পুজোর পরই বাবা কেদারনাথকে নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ৬ই মে ব্যাণ্ড এবং ধুনীর সঙ্গে মহা সমারোহে বাবা কেদারের পঞ্চমুখীর চলন্ত বিগ্রহ উৎসব ডোলিতে চাপিয়ে কেদারপুরীর উদ্দেশ্যে রওনা হবে। প্রথম দিন জাবরী, বিদ্যাপীঠ, ভ্যাংসারী, বিশ্বনাথ মন্দির গুপ্তকাশী, নালা, নারায়ণকোটি, ম্যাখন্ডা সহ কয়েকটি এলাকা হয়ে ভক্তদের দর্শন দিয়ে রাতে ফাটায় পৌঁছবে। ৭ই মে ডোলি শেরসি, বড়াসু, রামপুর, সীতাপুর, শোনপ্রয়াগ হয়ে গৌরীমায়ের মন্দির গীতাকুন্ডে রাত্রিবাস করবে।৮ই মে ডোলি গৌরীকুন্ড থেকে জঙ্গলচট্টি, ভীমবলী এবং লিঞ্চোলী হয়ে কেদারপুরী পৌঁছে ভান্ডাগৃহে অবস্থান করবেন। ৯ই মে ভোর পাঁচটা বেজে ৩৫ মিনিটে কেদারধামের দ্বার সকলের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে।

দুর্যোগের পর ৬ বছর পর, কেদারনাথ ধামে যাওয়ার নয়া রাস্তা তৈরি

2) কখনও কেদারনাথ যাত্রার প্রধান স্থল ফাঁকা ছিল এবার তা ফের জনবহুল হয়ে উঠবে। কেদারনাথ থেকে গরুরচট্টি পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার লম্বা এবং ভার মিটার চওড়া পথ তৈরি হয়ে গিয়েছে। ২০১৩ সালে দুর্যোগের পর খুব খারাপ অবস্থা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯৮৫-৮৬ সালে এখানে এক গুহায় সাধনা করেছিলেন। ২০১৭ সালের অক্টোবর মাসে কেদারনাথের পুনর্নির্মানের শিলান্যাসের জন্য পৌঁছিছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্যোগের আগে গৌরীকুন্ড থেকে কেদারনাথ যাওয়ার জন্য রাম্বাড়া এবং গরুরচট্টি হয়ে যেতে হতো, কিন্তু মন্দাকিনী নদীর ধ্বংসলীলায় রাম্বাড়ার অস্তিত্বই মুছে গিয়েছে এর ফলে এই রাস্তাই হারিয়ে গিয়েছে। ২০১৮ সালে রাস্তা তৈরি হয়ে যায়। রুদ্রপ্রয়াগের জেলাধিকারী মঙ্গেশ ঘিল্ডিয়াল জানিয়েছেন যে এই রাস্তা নির্মাণে ১৭ কোটি টাকা খরচ হয়েছে।

কেদারনাথের জন্য ১০০০-এরও বেশি ঘোড়ার নিবন্ধীকরণ

3) ইতিমধ্যে কেদারনাথ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এক হাজারেরও বেশি ঘোড়া-খচ্চর এবং দুশো ডান্ডী-কন্ডীর নিবন্ধীকরণ হয়ে গিয়েছে। জেলা পঞ্চায়েত এবং প্রাণীপালন বিভাগ বিভিন্ন স্থানে শিবির করে এই প্রক্রিয়া সম্পন্ন করেছে। আজ শনিবার থেকে শোনপ্রয়াগ এবং গৌরীকুন্ডে অবস্থিত নিবন্ধীকরণ কেন্দ্রে এই কার্য সম্পাদন করা হবে।

গঙ্গোত্রী যাত্রা শুরু হতে চলেছে

4) গঙ্গোত্রী ধামের মুখ্য দ্বার খোলার সময় এসে গিয়েছে। মাত্র তিন দিন বাদেই খুলে যাবে গঙ্গোত্রী মন্দিরের প্রধান দ্বার। এই সঙ্গে চার ধাম যাত্রা শুরু হয়ে যাবে। তবে এখানে রাস্তা নির্মাণের ফলে ঋষিকেশ থেকে উত্তরকাশী পর্যন্ত গঙ্গোত্রী জাতীয় সড়কে শুধো ধুলোই উড়বে না, এখানে বেশ কিছু জায়গায় গাড্ডাও পড়বে।

চারধামের দ্বার খোলার তিথি

5) যমুনোত্রীর দ্বার ৭ই মে দুপুর একটা বেজে ১৫ মিনিটে শুভ মুহূর্তে খুলে দেওয়া হবে। তেমনই ওই দিনই দুপুর ১১টা বেজে ৩০ মিনিট নাগাদ গঙ্গোত্রী ধামের দ্বার খুলে দেওয়া হবে। কেদারনাথের দ্বার ৯ই মে ভোর ৫টা ৩৫মিনিটে খুলে দেওয়া হবে। বদ্রীনাথের প্রধান দ্বার ১০ই মে ভোর ৪টে বেজে ১৫ মিনিটে খুলে দেওয়া হবে।

 

Published on: মে ৪, ২০১৯ @ ২০:২২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

66 + = 70