উড়ান ঘোষণার পর এয়ার ইন্ডিয়ার সমস্ত চালকদের ‘জয় হিন্দ’ বলার নির্দেশ

দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ৪, ২০১৯ @ ২৩:৪১

এসপিটি নিউজ ডেস্কঃ এয়ার ইন্ডিয়ার সমস্ত বিমানের চালকদের এখন থেকে উড়ানের ঘোষণার পরই ‘জয় হিন্দ’ বলতে হবে। সোমবার এয়ার ইন্ডিয়ার পক্ষে আধিকারিকদের অ্যাডভাইজারিতে এই সংবাদ দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর (সঞ্চালন) অমিতাভ সিং এক অ্যাডভাইজারি ইস্যু করে জানিয়েছে, ‘ তৎকাল প্রভাভ থেকে সমস্ত চালকের দলকে প্রত্যেক উড়ানের ঘোষনার পরই কিছু সময় থেমে ‘জয় হিন্দ’ বলতে হবে।

এই উপদেষ্টামন্ডলী দেশের ভাবুকতাকে উচ্চ স্থানে তুলে ধরতে কর্মচারীদের একপ্রকার সতর্ক করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন যে ২০১৫ সালের আগস্ট থেকে ২০১৭ সালের মধ্যে নিজের প্রথম কার্যকালে এয়ার ইন্ডিয়ার অধ্যক্ষ এবং প্রবন্ধ নির্দেশক (সিএমডি) অশ্বনী লোহানী ২০১৬ এমনই এক আদেশ পাইলটদের দিয়েছিলেন। ২০১৭ সালের আগস্ট মাসে তাঁকে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান করা হয়, যেখানে তিনি ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত নিযুক্ত ছিলেন।

Published on: মার্চ ৪, ২০১৯ @ ২৩:৪১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

86 − 85 =