বাড়ছে গরম, চিড়িয়াখানায় প্রাণিদের জন্যও বসানো হল কুলার

Main দেশ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বন্যপ্রাণ
শেয়ার করুন

Published on: এপ্রি ১, ২০২২ @ ০৮:৫৯

এসপিটি নিউজ: তাপমাত্রার পারদ ক্রমেই বেড়ে চলেছে। মানুষের পাশাপাশি পশুদেরও নাভিশ্বাস উঠছে/ রাস্তাঘাটে তো বটেই বাড়ির পোষ্য থেকে শুর করে চিড়িয়াখানার পশুরাও গমে একেবারে কাহিল হয়ে পড়তে শুরু করেছে।ইতিমধ্যেই হায়দ্রাবাদের নেহেরু জুলজিক্যাল পার্কের প্রাণীদের প্রখর তাপের হাত থেকে রক্ষা করতে সেখানে স্প্রিংকলার এবং কুলার স্থাপন করেছে।

ইতিপূর্বেই হায়দ্রাবাদের দেকান ক্রনিক্যাল সংবাদ মাধ্যম এক সংবাদ প্রকাশ করে চিড়িয়াখানায় এধরনের জিনিস স্থাপনের বিষয়ে খবর প্রকাশ করেছিল। ওই সংবাদ মাধ্যমে চিড়িয়াখানার কিউরেটর এস. রাজাশেখর জানিয়েছিলেন যে আসন্ন গ্রীষ্মের তাপ থেকে প্রাণীদের রক্ষা করার জন্য, শহরের নেহরু জুলজিক্যাল পার্কের কর্মকর্তারা পশুদের ঘেরের ভিতরে স্প্রিংকলার, ফগার এবং কুলার স্থাপন করেছেন। তাদের ভিটামিন সাপ্লিমেন্টও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এই তথ্য দিয়ে তিনি আরও জানান যে শুধু এসবই নয়, চিড়িয়াখানা প্রাঙ্গণের মধ্যে ঘেরের বাইরে থাকা বিপুল সংখ্যক পাখি এবং অন্যান্য প্রাণীদের জন্য সসার ফিডারও স্থাপন করা হবে। যাতে তারা গরমের হাত থেকে রক্ষা পায়। ফেব্রুয়ারি মাসেই রাজাশেখর বলেছিলেনন, মার্চের দ্বিতীয় সপ্তাহের আগেই তাপ সামলানোর প্রস্তুতি সম্পন্ন করা হবে। বিশেষ ফোকাস করা হবে সেইসব প্রাণীদের উপর যারা গরম অবস্থায় অভ্যস্ত নয়।

Published on: এপ্রি ১, ২০২২ @ ০৮:৫৯


শেয়ার করুন