বালাকোটে এয়ার স্ট্রাইকের সেই ঘটনাস্থলে রয়টারের টিমকে যেতেই দিল না পাকিস্তানের নিরাপত্তা বাহিনী

Main দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: মার্চ ৮, ২০১৯ @ ২১:১৯

এসপিটি নিউজ ডেস্কঃ পাকিস্তানের বালাকোটে ইন্ডিয়ান এয়ার ফোর্সের এয়ার স্ট্রাইক নিয়ে ভারত-পাকিস্তান দুই দেশেই জোর বিতর্ক শুরু হয়েছে। পাকিস্তান তো সমানে বলে চলেছে এতে তাদের দেশের সেই এলাকা যেখানে ভারত বলেছে এয়ার স্ট্রাইক করেছে তেমন কিছুই হয়নি। শুধু কয়েকটি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ছবিও পাকিস্তানের কিছু বাছাই সংবাদপত্রের সাংবাদিকে পাঠিয়ে তার ছবি তুলে প্রকাশ করেছে। আর তা দেখে ও পড়ে আমাদের দেশের কিছু রাজনৈতিক দলের নেতারা প্রশ্ন তুলে জানতে চেয়েছেন যে সেখানে ঠিক কতজন জঙ্গির মৃত্যু হয়েছে। যা নিয়ে এখনও বিতর্ক অব্যাহত। গত বুধবার রয়টার বালাকোটের সেই পাহাড়ি এলাকার স্যাটেলাইটের একটি ছবি দেখিয়ে দাবি করেছিল যে সেখানে সব কিছুই আগের মতোই আছে। তারাই আবার জানাল যে তাদের একটি টিম ওই ঘটনাস্থলের কাছে পৌঁছতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাদের অনেক আগেই আটকে দেয়।

এই নিয়ে তৃতীয়বার সাংবাদিকদের আটকালো পাকিস্তান

১) অথচ পাকিস্তান কিন্তু যখন দাবি করেছিল সেখানে কোনও ক্ষতি হয়নি তারা সংবাদ মাধ্যমকে সেখানে নিয়ে গিয়ে দেখাবে সেখানকার বর্তমান পরিস্থিতি। সেই পাকিস্তানই কিন্তু আবার রয়টারের মতো আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টারের টিমকে সেখানে যাওয়ার থেকে আটকে দিল। অথচ এয়ার স্ট্রাইকের দিনই কিন্তু ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে বলেছিলেন- “পাকিস্তানের বালাকোটের সেই প্রশিক্ষন কেন্দ্রে বহু জৈশ-ই-মহম্মদের জঙ্গি, প্রশিক্ষক ও তাদের সিনিয়র কম্যান্ডার মারা গেছে।”

২)গত নয়দিনে এই নিয়ে তৃতীয়বার এমন ঘটনা ঘটল যেখানে সাংবাদিকদের দল ওই এলাকায় ঢোকার চেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই কিন্তু তাদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। আটকে দেওয়া হয়েছে। এ ব্যাপারে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এক অদ্ভুত অজুহাত খাড়া করেছে। তারা বলছে- নিরাপত্তার কারণেই তারা সেখানে সাংবাদিকদের যেতে দিতে পারছে না।আসলে পাকিস্তান সবাইকে এটাই দেখাতে চাইছে যে ভারতের ওই এয়ার স্ট্রাইকে তাদের বালাকোটে কোনও ক্ষতিই হয়নি। ইসলামাবাদের সেনার প্রেস উইংও ওই পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়ার কারণে যাওয়া স্থগিত করেছিল। তাদের বক্তব্য হল- নিরাপত্তার কারণে সেখানে আরও কয়েকদিন যাওয়া যাবে না।

৩)এর আগে ঐ নিউজ এজেন্সি এই সিদ্ধান্তে এসেছিল যেখানে তারা হাই রেজেলিউশন স্যাটেলাইটের ছবির সমীক্ষা করে দাবি করে যে বালাকোটে জৈশ-ই-মহম্মদের প্রশিক্ষন কেন্দ্র একইরকম দেখা গেছে যেমনটা দেখা গেছিল ২০১৮ সালের এপ্রিল মাসে।

Published on: মার্চ ৮, ২০১৯ @ ২১:১৯

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − = 13