গুজরাটে টাফি’র সফল মিটিং, উঠে এল পর্যটনের নয়া সূত্র

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

দ্য ট্যুরিজম কর্পোরেশন অব গুজরাট লিমিটেড বা টিসিজিএল-এর এমডি এবং কমিশনার জেনু দেওয়ান নিজে উপস্থিত হন টাফি’র মিটিং-এ। তুলে ধরেন গু্জরাট পর্যটনের নানা দিক।
Published on: সেপ্টে ৪, ২০২১ @ ১৯:২৮
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৪ সেপ্টেম্বরঃ  সময় কারও জন্য থেমে থাকে না। তা সে দুর্যোগ, মহামারী যাই ঘটুক না কেন। কিন্তু তা বলে তো কাজ থেমে থাকতে পারে না। ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি সেটার দিকেই নজর দিয়েছে। গুজরাটের আমেদাবাদে টাফি’র সভাপতি অজয় প্রকাশের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল গুরুত্বপূর্ণ মিটিং। সেই মিটিং থেকে উঠে এল পর্যটনের এক নয়া সূত্র। টাফি’র পূর্বাঞ্চলের চেয়ারম্যান অনিল পাঞ্জাবি প্রস্তাব দেন এখন আমাদের লক্ষ্য হোক- ‘স্থানীয় পর্যটন’।

তিন বছরেই আমূল বদলেছে ‘স্ট্যাচু অব ইউনিটি’র আশপাশ- বলছিলেন অনিল পাঞ্জাবি

কোভিড মহামারীর পর দেশে বহু রাজ্য তাদের পর্যটন ব্যবসাকে এগিয়ে নিয়ে চলেছে।এখন সেদিকেই সকলকে নজর দিতে হবে। দেশের বাইরে যেতে না পারলে কি হবে, আমাদের দেশের ভিতরেই তো এমন বহু স্থান আছে যা কিনা আন্তর্জাতিক পর্যটনকে পিছনে ফেলে দিতে পারে। টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি তো রীতিমতো উচ্ছ্বসিত। তাঁর কথা বলার মধ্যেই উঠে আসছিল সেই উচ্ছ্বাস। তিনি বলেন, গুজরাট ট্যুরিজম আমাদের গতকাল একটা ভিডিও দেখাচ্ছিল- স্ট্যাচু অব ইউনিটি। তিন বছর আগে সেখানে আমাদের নিয়ে গিয়েছিল গুজরাট পর্যটন। তখন তার আশপাশ ছিল ফাঁকা। আর এখন, বাপ-রে-বাপ কী করেছে! চেনাই যাচ্ছে না আশপাশ। আমেদাবাদে খুব বড় একটি হোটেল, স্টেডিয়াম, ইন্ডোর স্টেডিয়াম, পার্ক দেখার মতো। দেখছি আর মনে হচ্ছে – এসব কী দেশে না বিদেশে! ”

পর্যটনকে গুজরাট তাদের লক্ষ্য বানিয়েছে। কিভাবে এই শিল্পকে বেচবে সেদিকেই তারা মন দিয়েছে। দ্য ট্যুরিজম কর্পোরেশন অব গুজরাট লিমিটেড বা টিসিজিএল-এর এমডি এবং কমিশনার জেনু দেওয়ান নিজে উপস্থিত হন টাফি’র মিটিং-এ। তুলে ধরেন গুজরাট পর্যটনের নানা দিক। টাফি’র সামনে তুলে ধরেন তাদের সাফল্য। সেক্ষেত্রে তিনি টাফি’কে এগিয়ে আসতে বলেন।

পর্যটন নিয়ে টাফি’র নয়া সূত্র

আজকের মিটিং-এ টাফি পর্যটনকে নিয়ে কতগুলি নয়া সূত্র বের করে।

  • বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ট্যুরিজম বোর্ডের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।
  • তাদের সঙ্গে যোগাযোগ রেখে কিভাবে পর্যটন ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাত সেদিকে নজর দিতে বলা হয়।
  • একাধিক কমিটি করা হয়।
  • অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা বাড়ানোর দিকে নজর দিতে বলা হয়েছে বিভিন্ন জোনের প্রধানদের।
  • আগামী এক বছরের মধ্যে আটশো থেকে এক হাজার জনকে নিয়ে একটা বড় মিটিং আয়োজন করার লক্ষ্য স্থির করা হয়েছে।
  • বর্তমানে অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা ১৪০০ মতো, সেই সংখ্যাটা বাড়ানোর দিকে নজর দিতে বলা হয়েছে। যে রাজ্য সদস্য সংখ্যা বাড়ানো কিংবা নিজেদের পারফরম্যান্স ভাল দেখাতে পারবে সেখানেই হবে সেই বড় মিটিং।
  • এবার কাশ্মীরকে টাফি’তে নেওয়া হয়েছে। এটা একটা ভাল দিক।
টাফি’র পূর্বাঞ্চলের চেয়ারম্যান অনিল পাঞ্জাবি’র প্রস্তাব

টাফি’র পূর্বাঞ্চলের চেয়ারম্যান অনিল পাঞ্জাবি মিটিং-এ প্রস্তাব রেখে বলেন- বর্তমান পরিস্থিতিতে যখন আমাদের আন্তর্জাতিক পর্যটন কিংবা ভ্রমণ বন্ধ আছে তখন আমাদের উচিত দেশের ভিতরে পর্যটনের দিকে নজর দেওয়া। ডোমেস্টিক ট্যুরিজম হোক আমাদের একমাত্র লক্ষ্য। আমরা প্রত্যেকে নিজের নিজের রাজ্যের পর্যটনের প্রসারে আরও ভাল কাজ করতে পারি। প্রয়োজনে একে অন্যের সাহায্য নিতে পারি। এর ফলে এজেন্টদের ব্যবসাও বাড়বে সেই সমস্ত ট্যুরিজম বোর্ডও তাতে লাভবান হবে। একই সঙ্গে তিনি কলকাতায় একটা টাফি’র মিটিং-এর প্রস্তাব দিয়েছেন।

Published on: সেপ্টে ৪, ২০২১ @ ১৯:২৮


শেয়ার করুন