চোরাশিকারিদের হাতে আক্রান্ত লেপার্ডকে সুস্থ করে তোলার চেষ্টায় বন্যপ্রাণ চিকিৎসকরা

Main দেশ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বন্যপ্রাণ
শেয়ার করুন

Published on: মার্চ ৮, ২০১৯ @ ২৩:০০

এসপিটি নিউজ, মহারাষ্ট্র, ৮ মার্চঃ  আবারও একটি লেপার্ড চোরাশিকারিদের হাতে আক্রান্ত হল। এবারের ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেদনগর জেলার জিউর হাইবাতি গ্রামে। শুক্রবার লেপার্ডটিকে আহত অবস্থায় উদ্ধার করে বন দফতরের কর্মীরা। বন্যপ্রাণ চিকিৎসকরা লেপার্ডটিকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সময় মতো উদ্ধার করা হয় লের্ডটিকে

১) জিউর হাইবাতি গ্রামের জঙ্গলের ভিতর এক ঝোপের আড়ালে দেখা যায় লেপার্ডটিকে। গ্রামবাসীরা দেখা মাত্রই খবর দেয় বন দফতরের কর্মীদের। তারা সেখানে চলে আসে খবর পাওয়া মাত্রই।

২) দেখা যায় ঝোপের মধ্যে লেপার্ডটি অচেতন অবস্থায় পড়ে আছে।লেপার্ডটির পিছনে একটি লম্বা ইঞ্জেকশনের সিরিঞ্জ ফোটানো। মনে করা হচ্ছে এটি দিয়েই লেপার্ডটিকে অচেতন করে চোরাশিকারিরা। দেখা যায় লেপার্ডটিকে একটি লোহার ট্র্যাপ দিয়ে আটকে ফেলার ছকও কষেছিল তারা।সেটিকেও উদ্ধার করা হয়েছে।

৩) লেপার্ডটি ৩ বছরের একটি পুরুষ। সেটিকে উদ্ধার করে নিয়ে আসে বন দফতর। এরপর WILDLIFE SOS ও বন দফতর এটিকে সুস্থ করে তোলার চেষ্টায় মন দিয়েছে। লেপার্ডটিকে নিয়ে আসা হয়েছে বন দফতরের রেসকিউ সেন্টারে। সেখানেই বন্যপ্রাণ চিকিৎসকরা লেপার্ডটির চিকিৎসা শুরু করেছে।

৪) বন দফতর জানিয়েছে, তারা চোরাশিকারির খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। এ ব্যাপারে তারা সব রকমের পন্থা নিয়েছে। সেই সঙ্গে ওই জঙ্গল এলাকায় নজরদারি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। লেপার্ডটিকে এখন সুস্থ করে তোলার চেষ্টা চালাছে তারা। সুস্থ করে তোলার পর তারা লেপার্ডটিকে কিছুদিন নজরে রাখবে। তারপর তারা সেটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে।ছবি-এএনআই

Published on: মার্চ ৮, ২০১৯ @ ২৩:০০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

35 − = 25