পাকিস্তানের বড় ধাক্কাঃ রাষ্ট্রসঙ্ঘ জানিয়ে দিল হাফিজ সইদের উপর থেকে সরবে না নিষেধাজ্ঞা

বিদেশ
শেয়ার করুন

Published on: মার্চ ৭, ২০১৯ @ ২০:২৪

এসপিটি নিউজ ডেস্কঃ নিজের ফাঁসে আটকে গেল পাকিস্তান। ২০০৮ সালে ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ-এর ইন্টারভিউ নিতে আসা রাষ্ট্রসংঘের আধিকারিকদের ভিসা অনুরোধ বাতিল করে দিল পাকিস্তান। প্রসঙ্গত উল্লেখ্য যে নিষিদ্ধ তালিকা থেকে হাফিজ সইদের নাম সরানোর প্রস্তাবের বিষয়ে তার মুখোমুখি ইন্টারভিউয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল, যা পাকিস্তান খোদ তা বাতিল করে নিজেদের আনা প্রস্তাবকেই নস্যাত করে দিল। রাষ্ট্রসঙ্ঘ জানিয়ে দিল যে হাফিজ সইদের উপর থেকে নিষেধাজ্ঞা সরবে না।

সিদ্ধান্ত এমন সময় এল যখন রাষ্ট্রসঙ্ঘে ১২৬৭টি নিষিদ্ধ কমিটিতে জৈশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের নাম যুক্ত করা অনুরোধ এসেছে। গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০জন জওয়ানের শহীদ হওয়ার ঘটনার পর রাষ্ট্রসঙ্ঘের কমিটিতে মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণা করার আওয়াজ ওঠে। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে।

সূত্র পিটিআই-কে জানিয়েছে যে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবারও সহ-প্রতিষ্ঠাতা সইদের আবেদন রাষ্ট্রসঙ্ঘ সেদিন খারিজ করে যখন ভারত তার গতিবিধির সমস্ত রকমের প্রমাণ একত্রিত করে ফেলে। সেই সাক্ষ্যতে ‘অত্যন্ত গোপনীয় সূচনা’ও মিলেছে।তিনি বলেন, এই সপ্তাহের শুরুতেই সইদের আইনজীবী হায়দার রাসুল মির্জা বিশ্বব্যাংকের এই সিদ্ধান্ত সম্পর্কে সচেতন ছিলেন।

২০০৮ সালের ১০ ডিসেম্বর রাষ্ট্রসঙ্ঘ জামায়াত-উদ-দাওয়া প্রধান সাইদকে নিষিদ্ধ করেছিল। মুম্বাই হামলার পর রাষ্ট্রসঙ্ঘ নিরাপত্তা পরিষদ তাকে নিষিদ্ধ করেছিল। মুম্বাই হামলায় ১৬৬জন নিহত হয়েছিল! সইদ ২০১৭ সালে লাহোরে অবস্থিত ‘মির্জা এন্ড মির্জা’র মাধ্যমে রাষ্ট্রসংঘে একটি আবেদন দায়ের করেন এবং নিষিদ্ধ তকমা ঘোচানোর চেষ্টা করতে লাগলেন। আপিল দাখিল করার সময় তিনি পাকিস্তানে নজরবন্দি ছিলেন।

স্বাধীন ন্যায়পাল ড্যানিয়েল কিপফর ফাসিয়াটি  সাঈদ-এর আইনজীবীকে জানায় যে তার অনুরোধ পরীক্ষা করে দেখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাকে  ‘তালিকাভুক্ত ব্যক্তি হিসেবে রেখে দেওয়া হয়েছে’। রাষ্ট্রসঙ্ঘ এই সমস্ত অনুরোধ পরীক্ষা করার জন্য ড্যানিয়েলকে নিযুক্ত করেছেন।তিনি বলেন, ন্যায়পাল এই আবেদন অনুযায়ী সমস্ত তথ্য একত্রিত করার পর এই সিদ্ধান্ত নিয়েছে যে নিষেধাজ্ঞা জারি থাকবে। রাষ্ট্রসঙ্ঘের নিষেধাজ্ঞা কমিটি এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছ। সূত্র জানিয়েছে, ভার্তের সঙ্গে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশও সইদেরদের অনুরোধের বিরোধিতা করেছে, যারা আগে থেকেই সইদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রস্তাব এনেছিল।

পাকিস্তান সইদের বিরুদ্ধে বিরোধিতার পথে হাঁটেনি। ইতিমধ্যে ইমরান খান জানিয়েছেন, তারা এখন নয়া পাকিস্তান গড়ার সঙ্কল্প নিয়েছে যেখানেজঙ্গি সঙ্গঠনগুলির বিরুদ্ধে নানা ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।কিন্তু রাষ্ট্রসঙ্ঘের আধিকারিক দলের ইন্টারভিউ নিতে য়াসার ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা লাগিয়ে নিজেদের সমস্যাকে আরও জটিল করে তুলল।

Published on: মার্চ ৭, ২০১৯ @ ২০:২৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + = 21