বারাকপুর পুরভোটে তৃণমূলের প্রার্থী হয়ে কাজের মানুষ সমাজসেবী সম্রাট তপাদার জানিয়ে দিলেন তাঁর ‘প্রতিজ্ঞা’র কথা

Main রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ৭, ২০২২ @ ১৮:১৭
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ:  “…অভিশাপ, নিন্দা ও গালিবর্ষণের দ্বারা কোনও সৎ উদ্দেশ্য সম্পন্ন হয় না। অনেক বছর ধরে তো ঐরূপ চেষ্টা হয়েছে, কিন্তু তাতে কোনও সুফল হয়নি। কেবল ভালবাসা ও সহানুভূতি দ্বারাই সুফল-প্রাপ্তির আশা করা যেতে পারে।” যুগনায়ক স্বামী বিবেকানন্দের মুখ থেকে বের হওয়া এই কথাগুলিকে নিজের জীবনে কাজে লাগিয়েছেন। মানুষের সেবা করে চলেছেন সারা বছর ধরে।সুপ্রিমকোর্টের আইনজীবী হয়েও তিনি অসহায়, আর্ত মানুষের পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে সাহায্য করে চলেছেন। বারাকপুরের মানুষের অতি কাছের কাজের মানুষ হিসেবে তিনি আজ সকলের প্রিয় হয়ে উঠেছেন। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ আর যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় সম্রাট তপাদার আজ মানুষের প্রতি তাঁর দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন। এবার তিনি বারাকপুর পুরভোটে ২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন।

সমাজসেবা ও সম্রাট তপাদার

সম্রাট তপাদার এমন একজন রাজনীতিবিদ যিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে ডানপন্থী রাজনীতিতে নিজেকে নিযুক্ত রেখেছেন। শুরুটা কংগ্রেসে হলেও পরবর্তীকালে তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করেছেন। বারাকপুরে থেকে তিনি সারা বছর ধরে মানুষের পাশে থেকে একের পর এক সমাজসেবামূলক কাজ করে চলেছেন। নিয়মিত একাধিক সমাজসেবামূলক কাজের মধ্যে উল্লেখযোগ্য- বারাকপুরে ভোলানন্দ গিরি বৃদ্ধাশ্রমে বৃদ্ধ-বৃদ্ধাদের সেবায় নিয়োজিত রাখা। এছাড়াও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে। এমন একজন মানুষ এবার বারাকপুর পুরসভার ভোটে তৃণমূল কংগ্রেসের হয়ে ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন।

সক্রিয় রাজনীতিতে সম্রাট

২০১৪ সালে মাত্র ৩৮ বছর বয়সে সর্বভারতীয় কংগ্রেসের হয়ে বারাকপুর লোকসভায় প্রতিদ্বন্দ্বী করেছিলেন এবং ২০১৪ সালের শেষ দিকে কংগ্রেস আর সিপিএমের রাজনৈতিক জোটকে মানতে না পেরে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বর্তমানে সম্রাট পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক।

সমাজসেবার পাশাপাশি সম্রাট অবসর সময়ে লেখালেখি করেন এবং যুক্ত রাখেন নিজেকে গান ও নাটকের সঙ্গে। ইতিমধ্যে তাঁর পাঁচটি বই আত্মপ্রকাশ করেছে। বইগুলিতে তাঁর আদর্শ এবং মূল্যবোধের দিকগুলি প্রশংসিত হয়েছে।

সম্রাটের প্রতিজ্ঞা

বারকপুর পুরসভায় ২ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে সম্রাট তপাদার সেখানকার নাগরিকদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি নয় প্রতিজ্ঞা করেছেন। সেখানে তিনি বলেছেন- ওয়ার্ডের কাউন্সিলর হয়ে এই ১৬টি কাজ করবেনই। সেগুলি হল-

  • সংকীর্ণ রাজনীতির উর্ধে উঠে বারাকপুর ২ নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিকদের নিয়ে একটি শক্তিশালী ওয়ার্ড কমিটি গঠন করা হবে।
  • সরকারি প্রকল্পের জন্য কোনোরকম লাইন দিতে হবে না।
  • ওয়ার্ডের মানুষের সুবিধার জন্য একটি হেল্পলাইন চালু করা হবে।
  • জলনিকাশির ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে।
  • নিয়মিত ওয়ার্ডে সাফাই বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভিযান করা হবে।
  • প্রকৃতিকে বাঁচাতে কোনও রকম প্রকৃতি বিরোধী কাজ ওয়ার্ডে করা হবে না।
  • ওয়ার্ডের প্রবীণ নাগরিকদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে, যাতে তাদের যেকোনরকম বিপদ-আপদে পৌঁছনো যেতে পারে।
  • শিশুদের জন্য দুটো আধুনিক শিশু উদ্যান তৈরি করা হবে।
  • যুবকদের জন্য একটি আধুনিক জিম/ব্যায়ামাগার তৈরি করা হবে।
  • ওয়ার্ডের প্রতিটি ক্লাবের উন্নয়ন করা হবে।
  • উৎসবের দিনে বিভিন্ন পুজো কমিটি বা ক্লাবগুলিকে রাজ্য সরকারের দেওয়া আর্থিক সাহায্যের সুবন্দোবস্ত করা হবে।
  • ওয়ার্ডের স্কুলগুলির সংস্কার করা হবে।
  • ছাত্র-ছাত্রীদের জন্য সব বিষয়ের উপর বিনা মূল্যে একটি বিশেষ কোচিং সেন্টার তৈরি করা হবে।
  • বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর সহায়তায় ২ নম্বর ওয়ার্ডকে বারাকপুর পুরসভার মডেল ওয়ার্ড করারও প্রতিজ্ঞা নিয়েছেন সম্রাট।

Published on: ফেব্রু ৭, ২০২২ @ ১৮:১৭


শেয়ার করুন