বরফে ঢেকে গেছে গোটা কেদারনাথ মন্দির ও তার আশপাশ

Main আবহাওয়া দেশ ধর্ম
শেয়ার করুন

Published on: ফেব্রু ৫, ২০১৯ @ ২৩:১৯

এসপিটি নিউজ ডেস্কঃ কি রকম হতে পারে কেদারনাথ মন্দির? অনুমান করতে পারেন? ফেব্রুয়ারি মাসে সেখানে যাওয়ার কোনও উপায় নেই। লোকজনের দেখা মেলাই ভার। তুষারপাত হয়েই চলেছে। এতটাই তার তীব্রতা যে কেদারনাথ মন্দিরের নীচ থেকে প্রায় অর্ধেকটা বরফের নীচে চলে গেছে। সংবাদ সংস্থা এএনআই-এর ক্যামেরাম্যান পর্যন্ত সেখানে পৌঁছতে পারেনি। অনেক দূর থেকেই এর ছবি নিতে হয়েছে। গোটা এলাকা বরফের মুড়ে গেছে। চারিদিকে শুধু বরফ আর বরফ। শুধু মন্দিরই নয়, আশপাশের গোটা এলাকাও বরফের নিচে চলে গেছে। সমস্ত ঘর-বাড়ি এখন বরফের নীচে অবস্থান করছে। এপ্রিল-মে মাসের আগে মন্দির খোলার কোনও উপায় নেই। পর্যটকদের জন্য এখন মন্দিরের দরজা বন্ধ রয়েছে। চারিদিকে শুধু বরফ আর বরফ। দৃশ্য যদিও ভারী মনোরম। কিন্তু পর্যটকদের দুর্ভাগ্য যে এখানে তাদের আসার কোনও উপায়ই নেই।

Published on: ফেব্রু ৫, ২০১৯ @ ২৩:১৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 68 = 70