বাংলা থেকে এবার চার কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন ডা. সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, জন বারলা ও নিশীথ প্রামাণিক

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ৭, ২০২১ @ ১৮:৫১

এসপিটি নিউজ, কলকাতা, ৭ জুলাই:   কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণে এবার বাংলা থেকে চারজন মন্ত্রী হচ্ছেন। তারা হলেন ডা. সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, জন বার্লা ও নিশীথ প্রামাণিক। বাদ পড়ছেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরি। এবার মন্ত্রিসভার সম্প্রসারণে মোট ৪৩জন মন্ত্রী শপথ নিতে চলেছেন। আজ তাঁরা শপথ নেবেন। এরই মধ্যে ১২জন মন্ত্রী রাষ্ট্রপতি ভবনে গিয়ে তাঁদের ইস্তফা পত্র জমা দিয়ে এসেছেন।

ইস্তফা দেওয়া উল্লেখযোগ্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন তথ্য-প্রযুক্তি দফতরের মন্ত্রী রবি শংকর প্রসাদ, পরিবেশমন্ত্রী প্রকাশ জাভদেকর, স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন, শিক্ষামন্ত্রী রমেশ পোখ্রিয়াল নিশাঙ্ক। এছাড়াও আছেন- সদানন্দ গৌড়া, থাওয়ার চন্দ গেহলট, সন্তোষ কুমার গঙ্গোয়ার, বাবুল সুপ্রিয়, ধোত্রে সঞ্জয় শ্যামরাও, রতন লাল কাতারিয়া, প্রতাপ চন্দ্র সারঙ্গি এবং দেবশ্রী চৌধুরি।

মন্ত্রিসভার সম্প্রসারণে এবার বাংলা থেকে চারজনকে যুক্ত করা হয়েছে। এদের মধ্যে দু’জন উত্তরবঙ্গ ও দু’জন দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গের দু’জন হলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক যিনি এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্র থেকে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন। যদিও তিনি বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়ে সাংসদ থাকার সিদ্ধান্ত। পাশাপাশি দলের সাংগঠনিক কাজে তিনি দলকে সেবা দিয়েছেন। দলও তাঁর কাজে সন্তুষ্ট থেকেছে। এবার তারই পুরস্কার পেলেন নিশীথ। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

আর একজন হলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। উত্তরবঙ্গে তিনিও বিজেপির আদিবাসী সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে বড় ভূমিকা নিয়েছেন। এবার তারই পুরস্কার হিসাবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে মন্ত্রী করলেন।

দক্ষিণবঙ্গের যে দু’জন মন্ত্রী হচ্ছেন তাঁরা হলেন বাঁকুড়ার সাংসদ ডা. সুভাষ সরকার ও বঙ্গাঁআর সাংসদ শান্তনু ঠাকুর। বিশিষ্ট চিকিৎসক হিসাবে তাঁর যথেষ্ট সুনাম আছে। দল এবার তাঁকে মন্ত্রিসভায় স্থান দিতে চলেছে। এটা বাঁকুড়ার মানুষের কাছেও একটা বড় খবর। কারণ, এর আগে বাঁকুড়া থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভবত কেউ জায়গা পায়নি। এরপর যার নাম আছে তিনি হলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। মতুয়া মহাসঙ্ঘের সঙ্গে যার যোগাযোগ বংশপরম্পরায়। বিধানভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বনগাঁর এই সাংসদকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সফর করেছিলেন। এনাআরসি ইস্যুতে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া নিয়েও সরব হয়েছিলেন শান্তনু। এবার সেই শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হল।

আজ মোট ৪৩ জন মন্ত্রী শপথ নিচ্ছেন, যাদের মধ্যে পুরনো অনেক মুখই আছে। তাদের এবার দফতর বদল করা হবে। যাদের মধ্যে আছে- আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, পশুপতি কুমার পরশ, ভূপেন্দর যাদব, অনুপ্রিয়া প্যাটেল, শোভা কারান্ডলাজে, মীনাক্ষি লেখি, অজয় ভাট, অনুরাগ ঠাকুর।

Published on: জুলা ৭, ২০২১ @ ১৮:৫১


শেয়ার করুন