মোদির মন্ত্রিসভার মহিলা ব্রিগেড, নতুন সাতজনকে নিয়ে মহিলা মন্ত্রী বেড়ে দাঁড়াল ১১

Main দেশ
শেয়ার করুন

Published on: জুলা ৮, ২০২১ @ ১৯:৫৮

এসপিটি নিউজ:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা সম্প্রসারিত করা হয়েছে বুধবার। সেখানে এবার নারীশক্তি বৃদ্ধির দিকে জোর দেওয়া হয়েছে। আগের মন্ত্রিসভার চারজনকে রেখে আরও সাতজনকে নিয়ে আসা হয়েছে। সব মিলিয়ে মোদির মন্ত্রিসভায় এবার মহিলা ব্রিগেডের সংখ্যা দাঁড়াল ১১জন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব বহাল রেখেছেন। স্মৃতি ইরানি এখন বস্ত্র মন্ত্রনালয় থেকে মুক্তি পেয়েছেন এবং তিনি এবার নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর (ডাব্লুসিডি) মন্ত্রী হিসাবে বহাল থাকবেন।

সীতারমন ও ইরানি ছাড়াও বিজেপি নেতা সাধ্বী নিরঞ্জন জ্যোতি এবং রেনুকা সিং সরুতা এই রদবদল ছাড় পেয়েছেন। জ্যোতি গ্রাহক বিষয়ক, খাদ্য ও জন বিতরণ মন্ত্রকের পাশাপাশি পল্লী উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী। সরুতা, ইতিমধ্যে, উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রয়েছেন।

বুধবার, নবীন মন্ত্রিপরিষদে সাত জন মহিলা নেতা প্রতিমন্ত্রী (এমওএস) হিসাবে শপথ গ্রহণ করেছিলেন।জেনে নিন তাঁরা কে কোন দায়িত্ব পেয়েছেন।

দর্শনা জরদোশ

গুজরাটের সু্রাট থেকে তিনবারের সাংসদ দর্শনা জরদোশকে বস্ত্র মন্ত্রক ও রেলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছে।লোকসভায় নির্বাচনের আগে জরদোশ সুরাট পুর কর্পোরেশনের একজন কর্পোরেটর এবং গুজরাট সমাজকল্যাণ বোর্ডের সদস্যও ছিলেন।

প্রতিমা ভৌমিক

ত্রিপুরা পশ্চিমের প্রথমবারের বিজেপি সাংসদ প্রতিমা ভৌমিককে প্রতিমন্ত্রী (এমও) হিসাবে সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।

শোভা করনদলাজে

কর্ণাটকের উদুপি-চিকমাগালুর বিজেপি সাংসদ শোভা করনদলাজেও দুই বারের সংসদ সদস্য। এককালীন বিধায়ক এবং এক সময়ের এমএলসি হিসাবে দায়িত্ব পালন করা ছাড়াও, তিনি কর্ণাটক সরকারেরও অংশ ছিলেন, বিদ্যুৎ, পল্লী উন্নয়ন এবং খাদ্য ও নাগরিক সরবরাহের মতো দফতরের দায়িত্ব সামলেছেন।করনদলাজেকে কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রণালয়ে এমওএস হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভারতী পওয়ার

ডাঃ ভারতী পওয়ার মহারাষ্ট্রের দিন্দরি থেকে প্রথমবারের লোকসভার সাংসদ। তিনি নাসিক জেলা পরিষদের সদস্য হিসাবেও কাজ করেছেন।

মীনাক্ষি লেখি

দিল্লির লোকসভার সাংসদ হয়ে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করছেন, বিজেপি নেতা মীনাকাশি লেখি সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি নয়াদিল্লি মিউনিসিপাল কর্পোরেশন (এনডিএমসি) এর সদস্যও ছিলেন, দিল্লির তিনটি নাগরিক সংস্থার মধ্যে একটি।

অনুপ্রিয়া প্যাটেল

উত্তরপ্রদেশের মির্জাপুরের দু’বারের লোকসভার সাংসদ, অনুপ্রিয়া প্যাটেল বাণিজ্য ও শিল্প মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছেন। অনুপ্রিয়া প্যাটেল উত্তর প্রদেশের বিজেপির এনডিএর সহযোগী আপনা দলের নেতা। প্রধানমন্ত্রী মোদীর প্রথম কার্যকালে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে এমওএস হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

অন্নপূর্ণা দেবী

চারবারের বিধায়ক অন্নপূর্ণা দেবী বর্তমানে ঝাড়খণ্ডের কোডারমা থেকে লোকসভার সাংসদ। তিনি ঝাড়খণ্ড সরকারের একজন মন্ত্রী হিসাবে সেচ এবং মহিলা ও শিশু কল্যাণের মতো দায়িত্ব সামলেছেন।অন্নপূর্ণা দেবীকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছে।

Published on: জুলা ৮, ২০২১ @ ১৯:৫৮


শেয়ার করুন