‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে অংশ নিতে পার্কস্ট্রিটের ‘অপ্সরা’য় প্রতিটি পরিবারকে তেরঙ্গা পাঠাল এই সংস্থা

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ১৩, ২০২২ @ ০১:০২

এসপিটি নিউজ, কলকাতা, ১২ আগস্ট: স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ভারতে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। ১৫ আগস্ট, ২০২২  এবার স্বাধীনতার ৭৫ বছরকে স্মরনীয় করে তুলতে সারা ভারত জুড়ে শুরু হয়েছে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি। সারা দেশের সংগে পশ্চিমবঙ্গেও নানা প্রান্তে শুরু হয়েছে তার প্রস্তুতি। কলকাতায় পার্কস্ট্রিটে প্রোগ্রেসিভ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড(পিসিওএইচএসএল) নিয়েছে এক অভিনব উদ্যোগ।

সোসাইটি’র বোর্ড অফ ডিরেক্টর্সের পক্ষে সম্পাদক সানোয়ার আগরওয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, “ স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে সারা দেশজুরে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। সেই উপলক্ষ্যে আনন্দ দেওয়ার জন্য, আমরা আমাদের বাড়িতে আমাদের তেরঙ্গা উড়িয়ে গর্বিত বোধ করি। আমরা অন্ততপক্ষে ১৩ থেকে ১৫ আগস্টের ২০২২ এর মধ্যে আপনার বারান্দা অথবা ব্যালকনিতে একটি তেরঙ্গা টাঙানোর জন্য পাঠাচ্ছি।”

গতকাল শুক্রবার সোসাইটির পক্ষ থেকে পার্কস্ট্রিটের ‘অপ্সরা’ আবাসনের প্রতিটি পরিবারের হাতে একটি করে তেরঙ্গা তুলে দেওয়া হয়। এই আবাসনের অন্যতম বাসিন্দা অনিল পাঞ্জাবি বলেন-“ এটা আমাদের প্রতিটি দেশবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়। দেশ আজ স্বাধীনতার ৭৫ বছর পালন করছে। আর আআমাদের তেরঙ্গা আমাদের গর্বের। এবার কমনওয়েলথ গেমস-এ আমরা ২২টি সোনা সহ মোট ৬২টি পদক জিতেছি, প্রতিটি খেলোয়াড় বিদেশের মাটিতে আমাদের তেরঙ্গার সম্মান বাড়িয়েছে। এই তেরঙ্গা আমাদের অত্যন্ত গর্বের, ভালোবাসার, আবেগের, শ্রদ্ধার, সম্মানের। তাই আমরা প্রত্যেকেই আজ থেকে আমাদের বাসনের প্রতিটি ঘরেই তেরঙ্গা টাঙিয়ে এই উৎসবে অংশ নেব।”

Published on: আগ ১৩, ২০২২ @ ০১:০২


শেয়ার করুন