‘সবার দেশ আমাদের দেশ’ বিজ্ঞান মঞ্চের এই আহ্বানে আয়োজিত হতে চলেছে অভিনব বিজ্ঞান মেলা

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ৫, ২০২৩ @ ২৩:১১
Reporter: Dr. Soumitra Pandit

এসপিটি নিউজ, কলকাতা, ৫ ফেব্রুয়ারি: বিজ্ঞানের প্রসার, প্রচার, সচেতনতার জন্য বিজ্ঞান মঞ্চ সারা বছর ধরেই কাজ করে চলেছে। তারই অংশ হিসাবে এবার তারা ‘সবার দেশ মাদের দেশ’ এই আহ্বান জানিয়ে আগামী ১৬-১৮ মার্চ তিনদিনের এক অভিনব বিজ্ঞান মেলার আয়োজন করতে চলেছে। সেই উপলক্ষে ফেব্রুয়ারি মাসে রাজ্য জুড়ে বিজ্ঞান, যুক্তিবাদ ও মানবতা প্রচারের জন্য বিজ্ঞান অভিযানের অংশ হিসাবে ছাত্র-ছাত্রী ও সর্বসাধারণের জন্য একাধিক প্রতিযোগিতার আয়োজন করেছে। আজ বেলগাছিয়ায় সেই প্রতিযোগিতারই সূচনা হয়।

আজ থেকে প্রতিযোগিতার সূচনা

আজ রবিবার ৫ ফেব্রুয়ারি বেলগাছিয়া কিশলয় সংঘের মাঠে বসে আঁকো প্রতিযোগিতা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কুমোরটুলির বিশিষ্ট মৃৎশিল্পী বঙ্কিম পাল অনুষ্ঠানের উদ্বোধন করেন।বসে আঁকো প্রতিযোগিতায় ক্লাস থ্রি থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত ১১০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। পরে বিতর্ক সভা অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয় ছিল- ‘বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতিতে বিজ্ঞান মনস্কতা অপরিহার্য’। আজ থেকে রাজ্যজুড়ে যে প্রতিযোগিতার সূচনা হল তার চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ বিজ্ঞান মেলার জাতীয় স্তরের প্রতিযোগিতার মাধ্যমে। সেটা অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে।

তিন দিন ধরে চলবে এই বিজ্ঞান মেলা

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও বেলগাছিয়া বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে আগামী ১৬-১৮ মার্চ, ২०২৩, তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে “আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মারক বিজ্ঞান মেলা ও প্রদর্শনী” । মূল অনুষ্ঠানটি দত্তবাগান মোড়ের কাছে বেলগাছিয়া রোডের উপর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে। এই অঞ্চলের ঐতিহ্যমণ্ডিত শতাব্দী প্রাচীন ভেটেরিনারি কলেজ, আজকের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এই বিজ্ঞান মেলার চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার মন্ডলের নেতৃত্বে অঞ্চলের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, বিশিষ্ট নাগরিক, জনপ্রতিনিধি ও জনবিজ্ঞান আন্দোলনের কর্মীদের নিয়ে গঠিত হয়েছে ‘অরুণ প্রাতের তরুণ দল’। তাদের পরিচালনায় বেলগাছিয়ার বুকে এই প্রথম এত বড় মাপের একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হতে চলেছে। বলছেন আয়োজকরা।

মেলায় যা থাকছে

তিনদিনের দিনের এই মেলায় বিজ্ঞান বিষয়ক একাধিক দিক তুলে ধরা হবে। যার মধ্যে থাকবে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জীবনব্যাপী কর্মকাণ্ডের প্রদর্শনী, তেমনি থাকবে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞান বিষয়ক নানা প্রদর্শনী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতা, তারামণ্ডল, রান্নাঘরে বিজ্ঞান, খাদ্যে ভেজাল নির্ণয়, কুসংস্কার বিরোধী যুক্তিবাদী প্রদর্শনী দূরবীনে আকাশ দেখা, বিজ্ঞানের রকমারি বইয়ের সম্ভার, মহিলাদের জন্য মাছ ও মাংসের বিভিন্ন লাভজনক খাবার বানানোর কর্মশালা, জনস্বাস্থ্য ও মনোরোগ সম্পর্কে প্রথিতযশা চিকিৎসকদের পরামর্শ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা।  প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী ড. দেবীপ্রসাদ দুয়ারী, বোস ইন্সটিটিউটের প্রাক্তন ডিরেক্টর , অধ্যাপক শিবাজী রাহা, মৌলনা আবুল কালাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত পরিবেশ বিজ্ঞানী ও বিভাগীয় প্রধান অধ্যাপক অনিরুদ্ধ মুখার্জীসহ বিশিষ্ট বিজ্ঞানী প্রমুখ উপস্থিত থাকবেন।

পরিবেশ ও প্রকৃতি ভীষণ বিপন্নতার সম্মুখীন

বর্তমান সময় ও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আয়োজকরা বলেছেন- সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশ ও প্রকৃতি ভীষণ বিপন্নতার সম্মুখীন হয়েছে। একই সাথে বৈচিত্রের মধ্যে ঐক্য, স্বনির্ভরতা এবং বিজ্ঞান মনস্কতার ধারণার ওপর সবচেয়ে বেশি আঘাত আসছে আজকের সময়ে। সামাজিক ন্যায় অবহেলিত হচ্ছে। যুক্তির বদলে অন্ধ ভাবাবেগ এবং প্রামান্যতার বদলে বিশ্বাস নির্ভরতা ও পৌরাণিক কাহিনীকে ইতিহাস বলে দেখানোর প্রয়াস চলছে। এই সংস্কৃতির হাত ধরে মানবতার ওপর আঘাত আসছে। এই অবস্থায় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন যে লক্ষ্য নিয়ে পথ চলতে শুরু করেছিল তা গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে।

এই মেলার উদ্দেশ্য

এই অপপ্রয়াস, বিপন্নতা, বিপর্যয় ও ক্ষয়িষ্ণুতা রোধে বেলগাছিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যকে স্মরণ করে বিজ্ঞানমনস্কতার প্রচার ও প্রসার ঘটানো, সমাজে অবৈজ্ঞানিক ভাবনা, অন্ধবিশ্বাস, কুসংস্কার, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রচার ও জনমত গড়ে তোলা, দেশের স্বনির্ভরতায় বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, দেশীয় প্রযুক্তির ব্যবহার, বিশ্ববিদ্যালয়ে গবেষনালব্ধ বিষয়গুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই অঞ্চলের বুকে এই বিজ্ঞান মেলা ও প্রদর্শনীর মতো বৃহৎ যজ্ঞ অনুষ্ঠিত হতে চলেছে। তাই এই বিজ্ঞান মেলা ও প্রদর্শনীকে সর্বান্তকরণে সাফল্যমন্ডিত করার জন্য সকল স্তরের সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা একান্ত ভাবে কামনা করেছেন এই অনুষ্ঠানের  কার্যকরী সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার দাস, যুগ্ম সম্পাদক অনিন্দ্য চৌধুরী ও চঞ্চল দাস ।

Published on: ফেব্রু ৫, ২০২৩ @ ২৩:১১


শেয়ার করুন