AN-32 বিমান দুর্ঘটনায় ১৩জন জওয়ান ও অফিসার শহীদ, ১০ দিন বাদে মিলল মৃতদেহের খোঁজ

Main দেশ
শেয়ার করুন

Published on: জুন ১৩, ২০১৯ @ ২২:৪৭

এসপিটি নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশে দুর্ঘটনায় পড়া এএন-৩২ বায়ুসেনার বিমানের ১৩জন জওয়ান ও অফিসারই শহীদ হয়েছেন। সকলের পরিবারকেই এই খবর দেওয়া হয়েছে। এদিন দুপুরে তল্লাশির সময় ওই বিমানের ব্ল্যাক বক্স সমেত সকলের মৃতদেহের খোঁজ মেলে।

শহীদদের মধ্যে আছেন উইং কম্যান্ডার জিএম চার্লস, স্কোয়াড্রন লিডার এচ বিনোদ, ফ্লাইট লেফট্যান্যান্ট আর থাপা, ফ্লাইট লেফট্যান্যান্ট এ তানওয়ার, ফ্লাইট লেফট্যান্যান্ট  এস মোহন্তি এবং ফ্লাইট লেফট্যান্যান্টর এমকে উল্লেখযোগ্য।এছাড়াও এক অফিসার কে কে মিশ্র, সার্জেন্ট অনুপ কুমার, কোম্প্রেল শেরিন, লিড এয়ারক্র্যাফট ম্যান এস কে সিংহ, পঙ্কজ এবং পুতালি, রাজেশ কুমারও আছেন।

বায়ুসেনা তল্লাশি অভিযানের জন্য গত জুন থেকে নিখোঁজ হয়ে যাওয়া এএন-৩২ কে বের করতে অরুণাচলের সিয়াং জেলার জঙ্গলে পড়েছিল। এর আগে বুধবার দুটি হেলিকপ্টারে করে ১৫জন জওয়ান এবং পর্বতারোহীর একটি দল দুর্ঘটনাগ্রস্ত স্থানে নেমেছিল। দলটি ১২ হাজার ফুট উঁচুতে জঙ্গলে ভেঙে পড়া বিমানের তল্লাশি করা হয়। তিন সেনার মিলিত চেষ্টায় গত আটদিন ধরে তল্লাশি চালানো হয়। এরই মধ্যে এমআই-১৭ হেলিকপ্টার অরুণাচলের জঙ্গেলে বিমানের অনগশ দেখতে পায়।

তল্লাশিতে সুখোই, সি-১৩০, পি-৮ ছাড়াও ড্রোন ব্যবহার করা হয়

বায়ুসেনা সুখোই-৩০, সি-১৩০, যে সুপার হারকিউলিস, পি-৮আইএয়ারক্র্যাফট, ড্রোন এবং স্যাটেলাইট-এর সাহায্যে বিমানের তল্লাশি করা হয়। এই অভিযানে বায়ুসেনা ছাড়াও নৌসেনা, সেনা, গোয়েন্দা সংস্থা, আইটিবিপি এবং পুলিশ সামিল হয়েছিল। উদ্ধারকারী বিমান কয়েক ঘণ্টা ধরে ছবির ফুটেজ নেয় এবং নৌসেনার দোহি বিমান পি-৮আই তল্লাশি অভিযান চালিয়ে যায়। ইসরোর স্যাটেলাইট এবং মানব্রহিত যানকেও কাজে লাগানো হয়েছিল।

এখানে হাওয়া খুব জোরে বয়, উড়ানের ক্ষেত্রে সমস্যা

সমীক্ষাতে দেখা গেছে অরুণাচলের এই এলাকায় অনেক বেশি বায়ুমন্ডলীয় স্তর জমা হয়। যার ফলে উড়ানের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।এখানে ১৪০কিলোমিটার প্রতি ঘণ্টায় বাতাস বয় যার ফলে বিমান চালানো খুব মুশকিল হয়ে যায়। এখানে নীচে এত ঘন জঙ্গল যে নীচে পড়ে থাকলে তা খুঁজে বের করাও বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়।

অরুণাচলে ৭৫ বছরের পুরনো বিমানেরও ধ্বংসাবশেষ মিলেছে

এর আগে অরুণাচলের পাহাড়ি এলাকাতেও এমনই বিমানের ধ্বংসাবশেষ মিলেছে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে নিখোঁজ ছিল। এ বছর ফেব্রুয়ারি মাসে পূর্ব অরুণাচলের রোইঙ্গ জেলায় ৭৫ বছরের পুরনো বিমানের ধ্বংসাবশেষ মিলেছে।যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে চিনে জাপানের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে আসাম থেকে উড়েছিল।

Published on: জুন ১৩, ২০১৯ @ ২২:৪৭

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 38 = 42