বাংলাদেশের পাশে ভারতঃ কক্সবাজারে প্রচুর ত্রাণসামগ্রী দিয়ে মানবিক সহায়তা

Main দেশ বাংলাদেশ
শেয়ার করুন

সংবাদদাতা-ইবতাসুম রহমান

Published on: সেপ্টে ১৭, ২০১৮ @ ২৩:৫৫

এসপিটি নিউজ, ঢাকা, ১৭ সেপ্টেম্বরঃ ভারত-বাংলাদেশের সম্পর্ক বরাবর ভাল। বর্তমানে দুই দেশ নিজেদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করেছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ইদানিংকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্য দিয়েই তা পরিষ্কার হয়ে গেছে।বাংলাদেশের বিপদে ভারত সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সোমবারও তেমনই এক কর্মসূচী পালন করল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।কক্সবাজারে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  মোফাজ্জল হোসেন (মায়া)-কে ১.১ মিলিয়ন লিটার সুপার কেরোসিন তেল এবং ২০ হাজার কেরোসিন স্টোভ হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

এদিনের এই হস্তান্তর অনুষ্ঠানে হাজির ছিলেন নয়াদিল্লির বিদেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাঙ্গালাদেশ, মিয়ানমার)বিক্রম দোরাইস্বামীও। ভারতীয় রাষ্ট্রদূত শ্রিংলা জানান, “মিয়ানমারের রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত মানুষের প্রয়োজন মেটানোর জন্য ভারত সরকার ও ভারতীয় জনগণের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া মানবিক সহায়তার এটি তৃতীয় পর্যায়।

আসলে এমন সাহায্যের পিছনেও ভারতের আরও এক মহৎ উদ্দেশ্য কাজ করেছে। তা হল- কেরোসিন তেল ও চুলা জ্বালানি কাঠের চাহিদা কমানোর পাশাপাশি বাস্তুচ্যুত মানুষদের জ্বালানির চাহিদা পূরণ করবে। এর ফলে বাংলাদেশে পরিবেশ সংরক্ষনে একটা বড় ভূমিকা নেবে। বাংলাদেশ সরকারের চাহিদা অনুসারেই এই সহায়তা প্রদান করা হয়েছে।জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত।

এর আগে ২০১৭ সালে সেপ্টেম্বর মাসে “অপারেশন ইনসানিয়াৎ”-এর অধীনে ভারত সরকার মানবিক সহায়তার প্রথম পর্যায়ে ৯৮১ মেট্রিক টন ত্রাণসামগ্রী প্রদান করেছিল। যার মধ্যে প্রায় তিন লাখ বাস্তুচ্যুত মানুষের জরুরী প্রয়োজন মেটানোর জন্য চাল, ডাল, চিনি, লবণ, রান্নার তেল, চা, নুডলস, বিস্কুট, মশারি সহ আরও অনেক কিছু।

২০১৮ সালে মে মাসে চট্টগ্রামে ৩৭৩ মেট্রিক টন ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়।যার মধ্যে ছিল ১০৪ মেট্রিক টন গুড়ো দুধ, ১০২ মেট্রিক টন শুটকি,৬১ মেট্রিক টন শিশুখাদ্য এবং বর্ষার মরশুমে ব্যবহারের জন্য ৫০ হাজার রেইনকোট ও ৫০ হাজার জোড়া গামবুট।

ভারতীয় রাষ্ট্রদূত শ্রিংলা জানান, দুই দেশের মধ্যে বন্ধুত্বের ঘনিষ্ঠ বন্ধন রক্ষার্থে ভারত সবসময় বাংলাদেশের যে কোনও সংকটে নির্দ্বিধায় ও তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে। মিয়ানমারের বাস্তুহারা মানুষের মানবিক প্রয়োজন মেটানোর জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে সহায়তা করতে ভারত অঙ্গীকারবদ্ধ।

Published on: সেপ্টে ১৭, ২০১৮ @ ২৩:৫৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

53 − = 46