আগামি ২৯ জুলাই কলকাতায় শুরু হচ্ছে ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’, উদ্বোধন ২৭ জুলাই

Main দেশ বাংলাদেশ বিনোদন ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ২৫, ২০২৩ @ ২৩:৫৫

এসপিটি নিউজ, কলকাতা, ২৫ জুলাই: কলকাতায় শুরু হচ্ছে ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। কলকাতায় রবীন্দ্র সদনে ২৯ থেকে ৩১ তারিখ পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব চলবে। ২৭ জুলাই এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের ডেপুটি হাই-কমিশনার  আন্দালিব  ইলিয়াস এবং প্রথম সচিব(প্রেস) রঞ্জন সেন।

২৭ জুলাই উদ্বোধনে থাকবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী

উপ-হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে, আগামী ২৭ জুলাই বিকেল পাঁচটার সময় নন্দন প্রেক্ষাগৃহে ৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি। এছাড়াও সম্মানিত অতিথি হিসাবে থাকছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিশেষ অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশের সংসদ সদস্য আরোনা দত্ত এবং ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।

নন্দন প্রেক্ষাগৃহে দেখানো হবে

২৭ জুলাই উদ্বোধনের পর বাংলাদেশের চলচ্চিত্রগুলি দেখানো হবে ২৯ জুলাই থেকে। চলবে ৩১ জুলাই পর্যন্ত। টানা তিনদিন ধরে এই চলচ্চিত্র উৎসব চলবে। এগুলি দেখানো হবে নন্দন ১ ও নন্দন ২ প্রেক্ষাগৃহে। দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত তিনটি স্লটে ছবিগুলি দেখানো হবে।

মোট ২৪টি ছবি এবার দেখানোর পরিকল্পনা রয়েছে। যার মধ্যে রয়েছে হাসিনা-এ ডটরস টেল, জেকে-১৯৭১, গণ্ডি, বীরকন্যা প্রীতিলতা, লালশাড়ি, গেরিলা, দামাল, পরাণ এবং গুণিন সহ আরও অনেক।

যারা উপস্থিত থাকবেন

এই উৎসবে বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক্ থাকবেন। এর মধ্যে কলকাতায় পরিচিত বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফিরদৌস আহমেদ থাকবেন। থাকবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ইলোরা হামিদ, শ্রদ্ধেয় অভিনেত্রী করুনা বিশ্বাস। উপস্থিত থাকার কথা অপু বিশ্বাসের।

বিনা টিকিটেই দেখা যাবে সিনেমা

এই চলচ্চিত্র উৎসব দেখার জন্য কোনও টকিট কাটার প্রয়োজন নেই। গতবারের অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত হয়েছে যে এই চলচ্চিত্র উৎসব দেখার জন্য বিনা পয়সায় টিকিট দেওয়া হবে। প্রতিদিন সকালে নন্দনে এই টিকিট দেওয়া হবে। দর্শকরা লাইনে দাঁড়িয়ে বিনা পয়সায় টিকিট সংগ্রহ করতে পারবেন।

চলচ্চিত্র উৎসবে যে ছবিগুলি দেখানো হবে

এই চলচ্চিত্র উৎসবে ২০টি পূর্ণ্যদৈর্ঘ্যে চলচ্চিত্র দেখানো হবে। এগুলি হল- বীরকন্যা প্রীতিলতা, রেডিও, গুনিন, বিউটি সার্কাস, পরাণ, দামাল, পায়ের তলায় মাটি নাই, পাপ পূণ্য, সীতাও, মা, দেশান্তর, স্ফুলিঙ্গ, ন ডরাই, আলফা, গেরিলা, লাল শাড়ি, শ্রাবণ জ্যোৎসায়,বিক্ষোভ, জেকে-১৯৭১, গন্ডি।

এছাড়াও স্বল্পদৈর্ঘ্যের বাংলা ছবি দেখানো হবে দু’টি-১)ধড় এবং ২) ওমর ফারুকের মা। দেখানো হনে আরো দু’টি প্রামাণ্যচিত্র। ছবিগুলি হল- ১) হাসিনা-এ ডটর’স টেল এবং ২) অবিনশ্বর।

Published on: জুলা ২৫, ২০২৩ @ ২৩:৫৫


শেয়ার করুন