পুজোয় জঙ্গলমহল ঘুরতে যাবেন-তাহলে জেনে নিন পর্যটনমন্ত্রীর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা

ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                                  ছবি-বাপন ঘোষ

Published on: সেপ্টে ১৭, ২০১৮ @ ২১:৩৮

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ১৭ সেপ্টেম্বরঃ প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর ঘন সবুজ অরণ্য আর নদী-পাহাড়ে ঘেরা জঙ্গলমহল। পর্যটনের একেবারে আদর্শ স্থান। কিন্তু নানা কারণে এ স্থান এতদিন বঞ্চনা আর অবহেলার শিকার হয়ে এসেছে। কিন্তু রাজ্যের বর্তমান সরকার এখানকার পর্যটনকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে। তারই অঙ্গ হিসেবে তিনদিনের জঙ্গলমহল সফরে এসেছে পর্যটনমন্ত্রী গৌতম দেব। এদিন তিনি জানালেন জঙ্গমহল নিয়ে পর্যটন দফতরের কয়েকটি সিদ্ধান্তের কথা।

সোমবার মন্ত্রী গৌতম দেব ঝাড়গ্রাম জেলার বেশ কয়েকটি দ্রষ্টব্য স্থান ঘুরে দেখেন। যার মধ্যে ছিল ঝাড়গ্রামের ডিয়ার পার্ক, বেলপাহাড়ির কাঁকড়াঝোড় সহ বেশ কয়েকটি এলাকা। এদিন তাঁর সঙ্গে ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানী, সাংসদ ঊমা সোরেন, বিধায়ক সুকুমার হাঁসদা, দুলাল মুর্মু ও খগেন্দ্রনাথ হেমব্রম, ঝাড়গ্রামের পুরপ্রধান দুর্গেশ মল্লদেব, সভাধিপতি মাধবী বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা।

পর্যটনমন্ত্রী গৌতম দেব এদিন জঙ্গলমহলের পর্যটন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।যা পর্যটনপ্রেমী ও পর্যটন ব্যবসায়ীদের কাছে অত্যন্ত লাভজনক হয়ে উঠতে চলেছে। পুজোর আগেই পর্যটন দফতরের এমন চিন্তাভাবনা আর সিদ্ধান্ত জঙ্গলমহলের পর্যটনকে এক নতুন মাত্রা এনে দেবে নিঃসন্দেহে।এগুলি হল-

  • জঙ্গমহলের দ্রষ্টব্য স্থানগুলিকে পুজোর আগেই নতুন করে যথাসম্ভব সাজিয়ে তোলা হবে।
  • এখানে বেড়াতে আসা পর্যটকদের যাতে কোনওরকম অসুবিধার মুখোমুখি হতে না হয় সেদিকে নজর রাখা হবে।
  • পর্যটকদের থাকা-খাওয়ার যাতে সুবন্দোবস্ত করা যায় সেদিকে এই অল্প সময়ে যতটা সম্ভব করা হবে।
  • পর্যটকদের যাতায়াতের যাতে সুবন্দোবস্ত করা যায় পর্যটন দফতর স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে সেটাও করবেন।
  • এছাড়াও ভবিষ্যতের কথা ভেবে এবং জঙ্গলমহলের পর্যটন যাতে দেশের পর্যটন মানচিত্রে উপরের দিকে জায়গা করে নিতে পারে সেদিকে নজর দিয়ে আরও যা যা প্রয়োজন তার সবটাই গ্রহণ করা হচ্ছে।
  • Published on: সেপ্টে ১৭, ২০১৮ @ ২১:৩৮

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

87 − 83 =