কলকাতায় নন্দন-এ ২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

Main দেশ বাংলাদেশ বিনোদন রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ২৮, ২০২২ @ ২০:২৭

এসপিটি নিউজ, কলকাতা, ২৮ অক্টোবর: কলকাতায় এবার চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ। আগামী ২৯ অক্টোবর কলকাতায় নন্দন প্রেক্ষাগৃহে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। গত বুধবার ২৬ অক্টোবর কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানানো হয়েছে।

২৯ অক্টোবর বিকেল চারটে নাগাদ রবীন্দ্র সদনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপ্পস্থিত থাকবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার বিভাগের মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি। সম্মানিত অতিথি হিসাবে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স এবং পর্যটন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিশেষ অতিথি হিসাবে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ উপস্থিত থাকবেন। এছাড়াও বাংলাদেশের চলচ্চিত্র জগতের জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম উপস্থিত থাকবেন।

কলকাতায় ঐতিহাসিক প্রেক্ষাগৃহ নন্দন-১,২,৩-এ ২৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই চলচ্চিত্র উৎসব। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত সাধারণ মানুষ এই চলচ্চিত্র উৎসব দেখতে পারবেন।

উৎসবে ‘হাসিনা এ ডটারস টেল’, ‘পরাণ’ এবং ‘চিরঞ্জীব মুজিব’ সহ মোট ৩৭টি চলচ্চিত্র দেখানো হবে। এছাড়াও এই চলচ্চিত্র উৎসবে যেসমস্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে তার মধ্যে উল্লেখযোগ্য- গুনিন, হৃদিতা, হাওয়া, পায়ের তলায় মাটি নাই, কালবেলা, চন্দ্রাবতী কথা, রেহানা মরিয়ম নুর, নোনাজলের কাবা, রাত জাগা ফুল, বিশ্বসুন্দরী, রুপসা নদীর বাঁকে, শাটল ট্রেন, মনের মত মানুষ পাইলাম না, কমলা রকেট, ঊনপঞ্চাশ বাতাস।

Published on: অক্টো ২৮, ২০২২ @ ২০:২৭


শেয়ার করুন