বহরমপুরে মমতার হুঙ্কার- পাঁচটিতে নির্বাচন হয়েছে পাঁচটি জিতব, বাকিগুলিতেও জিতব, কেউ কিচ্ছু করতে পারবে না

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

  1. তৃণমূল কংগ্রেস তো বাঘের বাচ্চা।আমরা কংগ্রেস, সিপিএম, বিজেপি, মোদিবাবু, অমিত শাহ সবার বিরুদ্ধে লড়ে জিতব মনে রাখবেন।

  2. উত্তরপ্রদেশ, বিহারের মতো হতে দিইনি। তাহলে ভোট ভাগাভাগি হতো। কংগ্রেস-বিজেপির হাত শক্তিশালী করতে আমরা যাব না। তাই আমরা এখানে কারও সঙ্গে জোট করিনি বৃহত্তর স্বার্থে।

  3. “দেখছেন তো, কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কথা পর্যন্ত বলতে পারে না। মিউ মিউ করে। একমাত্র মমতা ব্যানার্জি বলে।”

Published on: এপ্রি ১৯, ২০১৯ @ ২০:৩৭

এসপিটি নিউজ, বহরমপুর, ১৯ এপ্রিলঃ বহরমপুরের সভায় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো নাম না করে রাজনৈতিক আক্রমণ শানালেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধেও বিজেপির সাহায্য নেওয়ার অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী। একই সঙ্গে তিনি ভোটারদের কংগ্রেস, বিজেপি, আরএসপি প্রার্থীদের ভোট না দেওয়ার কারণও ব্যাখ্যা করে ভবিষ্যদ্বানী করে দিলেন- দিল্লিতে তৃণমূল কংগ্রেসই সরকার গড়ছে অন্যান্য আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে। একই সঙ্গে মমতার হুঙ্কার-পাঁচটিতে নির্বাচন হয়েছে পাঁচটিতেই জিতব। আগামীতে যেগুলিতে হবে সেগুলিতেও জিতব, কেউ কিচ্ছু করতে পারবে না।শুক্রবার বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে সভায় দাঁড়িয়ে একথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কংগ্রেসকে ভোট না দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন মমতা

1)  বহরমপুরে মমতা কংগ্রেসকে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন-“আপনারা কংগ্রেসকে ভোট দেবেন না। তার কারণ, কংগ্রেস এখানে বিজেপির সমর্থনে জিতবনে। তোমার ক্ষমতা থাকলে তুমি একা জিতবে। কিসের নেতা আপনি যে নিজের উপর বিশ্বাস রাখতে পারেন না। আজকে তৃণমূল কংগ্রেস তো বাঘের বাচ্চা। আজকে আমাদের বিরুদ্ধে কংগ্রেস লড়ছে, বিজেপি লড়ছে, সিপিএম লড়ছে- আমাদের কিছু যায় আসে না মনে রাখবেন। আমরা কংগ্রেস, সিপিএম, বিজেপি, মোদিবাবু, অমিত শাহ সবাইকে লড়ে জিতব মনে রাখবেন। পাঁচটা নির্বাচন হয়েছে পাঁচটিতেই জিতব আগামিতে যেগুলিতে হবে সেগুলিতেও জিতবো। কেউ কিচ্ছু করতে পারবে না। আরে ভোটটা তো মানুষ দেয়। ভোটটা তো অন্য কেউ দিতে আসে না। আগে কংগ্রেস ছিল, এখন তো নেই। হ্যাঁ, আমি তো বলছি – রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে লড়ুন আমাদের কোনও আপত্তি নেই। আমরা তো ওখানে নেই।”

যেখানে তৃণমূল কংগ্রেস শক্তিশালী সেখানে তৃণমূল কংগ্রেস। উত্তর প্রদেশে অখিলেশ-মায়াবতীরা আছে ওদের ভোট দিন ওরা জিতুন। আমাদের উত্তরপ্রদেশের মতো চেয়েছিল, বিহারের মতো চেয়েছিল। আমরা তা হতে দিইনি। কারণ তাহলে ভোট ভাগাভাগি হবে। তাতে কংগ্রেস-বিজেপির হাত শক্তিশালী হবে। কংগ্রেস-বিজেপির হাত শক্তিশালী করতে আমরা যাব না। তাই আমরা এখানে কারও সঙ্গে জোট করিনি বৃহত্তর স্বার্থে। আমাদের অয়ান পয়েন্ট প্রোগ্রাম-মোদি হঠাও দেশ বাঁচাও। মনে রাখবেন। সেই ওয়ান পয়েন্ট প্রোগ্রাম সাকসেসফুল করতে হলে বিজেপিকে একটি ভোটও দেবেন না। কংগ্রেসকে একটি ভোটও দেবেন না। এখানে সিপিএম, আরএসপি-কে একটি ভোটও দেবেন না।

কারা সরকার গড়বেন, মমতা তার ভবিষ্যদ্বানীও করে দিলেন

2)  “আপনার ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিন তার কারণ-এবারের সালটা হচ্ছে বাংলা সাল ১৪২৬। বিয়াল্লিশ-এ বিয়াল্লিশ। দিল্লি কিভাবে পাল্টাতে হয় আমরা জানি। দিল্লি কি করে দখল করতে হয় আমরা জানি। দিল্লিতে কিভাবে সরকার গড়তে হয় আমরা জানি। তৃণমূল কংগ্রেস সরকার গড়বে। উত্তরপ্রদেশ, বাংলা সবাই মিলে আমরা সরকার গড়ব, কোনও অসুবিধা হবে না। আগামী দিনে বিজেপি আসছে না।” জোরের সঙ্গে বলেন মমতা।

একবার যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে কথা পর্যন্ত বলতে পারবেন না ঠিক করে- একথা বলার সময় মমতার গলায় উদ্বেগও ধরা পড়ে। এরপরই মমতা কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলেন- “দেখছেন তো, কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কথা পর্যন্ত বলতে পারে না। মিউ মিউ করে। একমাত্র মমতা ব্যানার্জি বলে।” মমতা এবারের ভোটে বিজেপির ভবিষ্যৎ কি হবে- সেটাও ব্যাখ্যা করে দেন। বলেন- “অন্ধ্রপ্রদেশে পাবে জিরো। উত্তরপ্রদেশে যা ছিল তা পাবে না। কর্ণাটকে পাবে না। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে ৬০-৪০ হবে। বিহারে কম পাবে। আসামে, নর্থ-ইস্টেও পাবে না। উড়িষ্যা, বাংলা কোথাও পাবে না। তাহলে কোথা থেকে সরকারটা গঠন করবে শুনি!সরকার এবার বিজেপি গঠন করবে না। এবার আঞ্চলিক দলগুলি মিলেমিশে সরকার গঠনে বড় ভূমিকা পালন করবে।”

Published on: এপ্রি ১৯, ২০১৯ @ ২০:৩৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

72 − = 64