আজ সকালেই বিজেপি প্রার্থী ভারতী ঘোষের ভাড়াবাড়িতে হানা দিল সিআইডি, দিলীপ ঘোষ বললেন ওসব ফলস কেস

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

  1. সাতসকালে সিআইডি-র প্রতিনিধি দল জেরা করতে ঢুকলো দাসপুরে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের ভাড়াবাড়িতে।

  2. দিলীপ ঘোষের দাবি- “ভোটে এর কোনও প্রভাবই পড়বে না। উলটে লোকে জেনে যাচ্ছে যে টিএমসি কেস দিয়ে লোককে ভয় দেখাচ্ছে।”

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: এপ্রি ১৯, ২০১৯ @ ১২:২০

এসপিটি নিউজ, ঘাটাল, ১৯ এপ্রিলঃ ঘাটালে চককৃষ্ণপুরে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের ভাড়াবাড়িতে আজ সকালে হানা দিল সিআইডি।দীর্ঘ কয়েক মাস ধরেই ভারতী ঘোষের বিরুদ্ধে সোনা প্রতারণা সহ বেশ কয়েকটি মামলা চলছে। রাজ্য সরকার এই ঘটনার তদন্তে সিআইডি-কে দায়িত্ব দিয়েছে।সেই সব মাওম্লার তদন্তের জেরা করতেই এদিন ভারতী ঘোষের বাসস্থানে হানা দেয় সিআইডি প্রতিনিধি দল।যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে জানান, এসব ফলস কেস।এর কোনও প্রভাবই ভোটে পড়বে না।

দাসপুরের চককৃষ্ণপুরে সিআইডি প্রতিনিধি দল

1) ভারতী ঘোষ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সেজন্য নির্বাচনের কাজের জন্য তিনি এখন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার কলমিজোড় গ্রামের চককৃষ্ণবাটিতে রাজকুমার মণ্ডলের বাড়িতে কয়েক সপ্তাহ ধরে রয়েছেন।সেখানেই সিআইডি’র আধিকারিকদের এক প্রতিনিধি দল হানা দেয় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য।

2) ভারতী ঘোষের বিরুদ্ধে দাসপুর সোনা প্রতারণা মামলা সহ মোট চারটি মামলা বর্তমানে চলছে। এই মামলায় সিআইডির আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট ভারতী ঘোষকে পূর্ণ সহায়তা করার নির্দেশ দেয়। সেই মতোই সিআইডি নোটিশ পাঠিয়ে ১৮ তারিখে দেখা করতে বলেন ভারতী ঘোষকে।যদিও মনোনয়ন জমা দেওয়ার কারণে হাজিরা এড়িয়ে যান ভারতী ঘোষ।তাই আজ সকালে সিআইডির প্রায় ১০ সদস্যের এক প্রতিনিধি দল দল দাসপুরের চককৃষ্ণবাটিতে জেরা করতে আসে ভারতী ঘোষকে।

তৃণমূল ছাড়লেই কেস দিচ্ছে-দিলীপ ঘোষ

3) এই ঘটনা সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,”এই সমস্ত কেসই হচ্ছে রাজনৈতিক কেস। এনারা যখন টিএমসি-র সঙ্গে ছিলেন তখন কিছু ছিল না মুকুল রায়ের সঙ্গে ছিল না, ভারতী ঘোষের সঙ্গে ছিল না, সৌমিত্র খাঁর সঙ্গে ছিল না কারও সঙ্গে ছিল না। সৌমিত্র খাঁ-কে তো জেলায় ঢুকতেই দিচ্ছে না।যেই ওরা পার্টি চেঞ্জ করে তখন তাদের বিরুদ্ধে কেস দিচ্ছে। যা কেস হয়েছে ফলস কেস আমরা জানি। কোর্ট জামিন দিয়েছে । ওরা জিজ্ঞাসাবাদ করবে তার জন্য সব রকমের সহযোগিতা করব। ভোটে কোনও প্রভাবই পড়বে না। উলটে লোকে জেনে যাচ্ছে যে টিএমসি কেস দিয়ে লোককে ভয় দেখাচ্ছে।”

Published on: এপ্রি ১৯, ২০১৯ @ ১২:২০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 7 =