মায়াপুর ইসকন মন্দিরে শুরু হয়েছে দোল উৎসব- ২০২৫

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

১৪ মার্চ ২০২৫ শুক্রবার  শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম শুভ আবির্ভাব দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হবে

Published on: ফেব্রু ২০, ২০২৫ at ১৯:৪৬

এসপিটি নিউজ, মায়াপুর (নদিয়া), ২০ ফেব্রুয়ারি: ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম শুভ আবির্ভাব উপলক্ষে ১০ ই ফেব্রুয়ারি সোমবার ২০২৫ থেকে ১৬ ই মার্চ রবিবার ২০২৫ এই ৩৫ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে।

তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বিশ্ব বৈষ্ণব সন্মেলন,নবদ্বীপ মন্ডল পরিক্রমা (৭২ কিমি),বিশ্ব শান্তি যজ্ঞ, নৌকা বিহার,বিভিন্ন ভাষায় ভাগবত পাঠ,সেমিনার, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের দ্বারা বিভিন্ন ভাষায় ভজন-কীর্তন, মনোমুগ্ধকর নাটক, সঙ্গীত, দৃষ্টি নন্দন প্রদর্শনী,গঙ্গা পূজা,গৌর নিতাই ও রাধামাধব কে নিয়ে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারে মন্দির চত্বর পরিক্রমা ও বিনামূল্যে প্রসাদ বিতরণ ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসকন, শ্রীমায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্যই প্রবেশাধিকার অবাধ। মায়াপুর মন্দির চত্বর ফুল ও আলোকমালায়  সুসজ্জিত করা হয়েছে। সর্বত্র পরিলক্ষিত হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। বিভিন্ন দেশের প্রায় ৫০০০ বিদেশি ভক্ত এই উৎসবে  উপস্থিত থাকার সম্ভাবনা। ১৫,০০০ ভক্তের এই পরিক্রমায় অংশগ্রহণ করবেন। কৃষ্ণ নাম এবং কৃষ্ণ প্রেমে মায়াপুর এখন মুখরিত। দেশ বিদেশের লক্ষাধিক ভক্তসমাগমে মায়াপুর এখন পরিণত হয়েছে Mini World এ । যাত্রীদের নিরাপত্তার দিকে যথেষ্ট নজর রাখা হয়েছে।হাজার হাজার তীর্থযাত্রীও ভিড় করেছেন মায়াপুরে।

১৪ ই মার্চ ২০২৫ শুক্রবার  শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হবে।ওই দিন বসন্ত উৎসব,দোল পূর্ণিমা।সর্বত্র রং এবং আবিরের ছড়াছড়ি। কিন্তু ইসকন মন্দিরে রং এবং আবির খেলা হয় না। বাহ্যিক রং এ না রাঙিয়ে কৃষ্ণাণুরাগে রঞ্জিত হওয়ার জন্য চলে সাধনা। সন্ধ্যায় শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সময়ে দেওয়া হবে পুষ্পাঞ্জলি এবং প্রার্থনা করা হবে বিশ্ব শান্তি ও বিশ্ব কল্যাণের জন্য। জানিয়েছেন জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস।

  • ২৫ শে ফেব্রুয়ারি মঙ্গলবার ২০২৫ থেকে ১ মার্চ শনিবার ২০২৫ পর্যন্ত চলবে কীর্তন মেলা।
  • ২ মার্চ রবিবার ২০২৫ থেকে ৮ মার্চ শনিবার ২০২৫ এই ৭ দিন ধরে চলবে নবদ্বীপ মন্ডল পরিক্রমা।
  • ১১ মার্চ ২০২৫ মঙ্গলবার বাবলা শান্তিপুরে মাধবেন্দ্র পুরী পাদের স্মরণ উৎসব পালন করা হবে।

Published on: ফেব্রু ২০, ২০২৫ at ১৯:৪৬


শেয়ার করুন