ফেসবুকে মুখ্যমন্ত্রীর ‘অশালীন’ ছবি পোস্ট করে গ্রেফতার শালবনীর বিজেপি কর্মী

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                             

Published on: সেপ্টে ১৮, ২০১৮ @ ২১:২৭

এসপিটি নিউজ, শালবনী, ১৮ সেপ্টেম্বরঃ সামাজিক গণমাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “অশালীন” ছবি পোস্ট করার অভিযোগে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর বিজেপি কর্মী বাবুয়া ঘোষকে গ্রেফতার করল পুলিশ। একই সঙ্গে যে সমস্ত প্রোফাইল থেকে এ ধরনের ছবি কিংবা লেখা পোশট করা হচ্ছে পুলি সেগুলি চিহ্নিত করার কাজ শুরু করে দিয়েছে। তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

অভিযোগ, বাবুয়া ঘোষ নামে এই বিজেপি কর্মী ফেসবুকে একদিকে যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তেমনই আর এক দিকে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পত্তনায়েককে নিয়ে “অশালীন” ছবি পোস্ট করেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অত্যন্ত “কুরুচিকর” কথা লিখে তা পোস্ট করেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটায় এই বিজেপি কর্মী। এরই মধ্যে এই পোস্ট অনেকের নজরে আসে। তারা এই ঘটনার কথা প্রমাণ সহ থানায় জানিয়ে বাবুয়া ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ ওই বিজেপি কর্মীকে গ্রেফতার করে।একই সঙ্গে তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়।

ধৃত এই বিজেপির কর্মীকে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা গেছে। তার গ্রেফতারের ঘটনা প্রসঙ্গে দলের জেলা সভাপতি শমিত কুমার দাস বলেন, বাবুয়ার কাজকে দল সমর্থন করে না। আইন আইনের পথে চলবে। তিনি এও বলেন, বাবুয়া দলের একজন সক্রিয় কর্মী। একই সঙ্গে তাঁর প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের ফেসবুক খুললে তো দেখা যায় অনেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে “কুরুচিকর” ছবি পোস্ট করেছে। সে ব্যাপারে কি পুলিশ কাউকে গ্রেফতার করেছে?

তৃণমূলের শালবনীর ব্লক সভাপতি নেপাল সিংহ বলেন, বিজেপি কর্মীরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “অশালীন” ছবি পোস্ট করেছে তা কোন দিন মেনে নেওয়া সম্ভব নয়। মঙ্গলবার ধৃত বাবুয়াকে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক তাকে দুই দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Published on: সেপ্টে ১৮, ২০১৮ @ ২১:২৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 56 = 61