গোর্খাল্যান্ডের দাবিতে পোস্টার, পুজোর মুখে পাহাড়ে ফের আতঙ্ক

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– কৃষ্ণা দাস

Published on: সেপ্টে ১৮, ২০১৮ @ ২২:৪৩ 

এসপিটি নিউজ, কালিম্পং, ১৮সেপ্টেম্বরঃ বেশ চলছে পাহাড়, কিন্তু এ বার নতুন করে কি হল!। এই প্রশ্ন মঙ্গলবার থেকে ফের উঠতে শুরু করে দিল এক পোস্টারকে ঘিরে। জনতা’র নাম করে যে পোস্টারে লেখা-“আমদের গোর্খাল্যান্ড চাই। এটাই আমাদের শেষ আন্দোলন। আর এই আন্দোলনের কাজণে পাহাড়ের শান্ত-শৃঙ্খলা বিঘ্নিত হলে তার জন্য কেন্দ্র-রাজ্য দায়ী থাকবে।” পুজোর মুখে ফের এমন পোস্টারে প্রশাসনের কপালে ভাঁজ পড়েছে।তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার কাক ভোরে কেউ বা কারা “জনতা” র নাম করে, কালিম্পং শহরের প্রধান জায়গাগুলিতে বেশ কিছু পোষ্টার লাগিয়ে দিয়ে যায়।পোস্টারে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় সরকার পাহাড়ে বসবাসকারি গোর্খাদের দাবিকে গুরুত্ব দিচ্ছে না। রাজ্য সরকার বিনা কারণে পাহাড়ের নিরীহ মানুষদের বিনা অপরাধে শাস্তি দিচ্ছে। তাতে হুশিয়ারি দিয়ে লেখা রয়েছে, পাহাড়ের বাসিন্দারা তা কখনই মেনে নেবে না। তাই সময় হয়ে এসেছে শেষ লড়াই-এর। নতুন করে ফের আন্দোলনকে সংগঠিত করতেই এই পোস্টার। যা নিয়ে পাহাড় জুড়ে শুরু আতঙ্ক দানা বেঁধেছে।

রাজনৈতিক মহলের ধারণা, বিমল গুরুং ফের নতুন করে ফিরে আসার জন্য জনতার নাম করে তার অনুগামীদের দিয়ে এমন পোস্টার ছড়িয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী পাহাড় সফরে এসে জিটিএ বোর্ড নতুন করে গঠন করে দিয়ে গেছেন। শুরু হয়েছে পাহাড়ের উন্নয়নের কাজও। এরই মধ্যে এমন পোস্টার নতুন করে পাহাড়ে অশান্তি ছড়াতে পারে বলে মনে করছে পাহাড়বাসী।

Published on: সেপ্টে ১৮, ২০১৮ @ ২২:৪৩

 

 

 

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

65 + = 73