পিএনবি-র পর স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াতেও ৭ হাজার কোটি টাকার চেয়েও বেশি লোকসান

Main দেশ
শেয়ার করুন

Published on: মে ২২, ২০১৮ @ ২২:৪৪

এসপিটি নিউজ ডেস্কঃ ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থায় আবার কি সঙ্কটের মেঘ দেখা দিল? এই প্রশ্ন উঠল তখনই যখন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের আর্থিক স্থিতি প্রকাশ করল। যেখানে ২০১৮ সালে জানুয়ারি-মার্চ মাসের উদ্বেগজনক ছবি ধরা পড়েছে। এই তিন মাসে ব্যাঙ্কে ৭,৭১৮ কোটি টাকা লোকসান হয়েছে। যা একটা ঘোটালাও বটে।প্রশ্ন উঠতে শুরু করেছে এবার এর প্রভাব গ্রাহকদের উপর পড়বে না তো?

গত সপ্তাহেই কিন্তু লোকসানের অঙ্ক দেখা গিয়েছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। এটি সেই ব্যাঙ্ক যেখানে ভারতের হীরা ব্যবসায়ী নীরব মোদী ১৩ হাজার কোটি টাকার কেলেঙ্কারি করেন। কিন্তু ঘটনার তদন্ত করার আগেই নীরব মোদী নীরবেই দেশ থেকে চম্পট দেন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের ব্যালেন্স শিট দেখাতে গিয়ে জানায় যে জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে তাদের ১৩,৪১৭ কোটি টাকা লোকসান হয়েছে।

এসবিআই-এ গত অক্টোবর-ডিসেম্বরে লোকসানের পরিমাণ ছিল ২,৪১৬কোটি টাকা। কিন্তু এবার সেই লোকসানের পরিমাণ আরও তিন গুণ বেড়ে গেল।

দেশের অন্যান্য সরকারী ব্যাংকের মতো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও অকার্যকর সম্পদ (এনপিএ) স্ক্যামে আটকে আছে। যে, ব্যাংক তার গ্রাহকদের দেওয়া অনেক ঋণ ফেরত হয় না।ক্ষতির পরিসংখ্যান এত বড় হওয়ার কারণটি হল ব্যাংক কর্তৃক প্রদত্ত প্রভিশন। এর অর্থ হল ব্যাংকটি এপ্রিল-মে-জুনেও ঋণ বাড়ানোর আশা করছে।

চতুর্থ ত্রৈমাসিকে ত্রৈমাসিক ভিত্তিতে, ১৮,৮৭৬ কোটি টাকা থেকে ২৮,০৯৬ কোটি টাকা পর্যন্ত প্রভিশন বৃদ্ধি করেছে।

তবে, ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার আশা করছেন, ব্যাংকগুলি এই অর্ধেকেরও বেশি এনপিএ পুনরুদ্ধার করবে।

Published on: মে ২২, ২০১৮ @ ২২:৪৪

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 4 = 10