কলকাতায় নবম NEZ আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল শুরু ২৯ মার্চ

Main দেশ বিনোদন ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ২৩, ২০২৪ at ১০:৪৭
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৩ মার্চ: আবারও কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। এর নাম দেওয়া হয়েছে ‘নাই্নথ নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪’ । ‘ফোরাম ফর ফিল্ম স্টাডিজ’ এবং ‘নেজ ফাউন্ডেশোন’ এর যৌথ ব্যবস্থাপনায় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হতে চলেছে। ২৯ মার্চ বেলা সাড়ে ১২টা নাগাদ কলকাতায় হো-চিন-মিন সরণীতে সিসিআর-এ উদ্বোধন হবে। মোট ১৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

চলচ্চিত্রগুলি হো-চি-মিন সরণীতে অবস্থিত সত্যজিৎ রায় অডিটোরিয়াম, রবীন্দ্রনাথ টেগোর (সিসিআর)-এ –এ প্রদর্শিত হবে। ভারতীয় ও বিদেশি চলচ্চিত্র থাকছে প্রদর্শনীতে। মোট ৬টি ডকুমেন্টারি ফিল্ম, ১টি অ্যানিমেশন ফিল্ম এবং ৫টি ফিচার ধর্মী ফিল্ম থাকছে। চলচ্চিত্রগুলি দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত প্রদর্শিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, নির্দেশক এবং অরোরা ফিল্ম কর্পোরেশনের কর্ণধার অঞ্জন বোস, আইসিসিআর-এর প্রাক্তন রিজিওনাল ডিরেক্টর গৌতম দে, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ এবং ফোরাম ফর ফিল্ম স্টাডিজ এবং অ্যালায়েড আর্টস-এর প্রেসিডেন্টও থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।

২৯ মার্চ সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিষয়- “ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির সাথে চলচ্চিত্র নির্মাণের নতুন দৃষ্টিভঙ্গি এবং সম্ভাবনা”।  এই আলোচনা সভায় অংশ নেবেন- চলচ্চিত্র নির্মাতা, অভিনেত্রী সুদেষ্ণা রায়, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, নির্দেশক এবং অরোরা ফিল্ম কর্পোরেশনের কর্ণধার অঞ্জন বোস, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা , কবি ও চলচ্চিত্র নির্মাতা সোহিনী দাশগুপ্ত, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সুদীপ রঞ্জন সরকার। আলোচনাসভাকে এগিয়ে নিয়ে যাবেন ফেদারেশন ফর  ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার প্রাক্তন সাধারণ সম্পাদক এবং সিনে অ্যাকাডেমির বর্তমান সভাপতি এস ভি রমন।

চলচ্চিত্র প্রদর্শনীতে যে ফিল্মগুলি প্রদর্শিত হবে সেগুলি হল-

The 100 India- ১৩৫ মিনিটের ছবি, পরিচালক রাঘব ওংকার শশিধর

Le Petit Commerce D’ignacio France-২৪ মিনিটের ছবি, পরিচালক বার্নার্ড অ্যসসাকো

Bhasha India- ২১ মিনিতের ছবি, পরিচালক অনির্বান পাল

Crashendo France- ৭ মিনিট ১৫ সেকেন্ডের ছবি, পরিচালক ফ্লোরিয়ান লেজাল

Happy Day India – ৩ মিনিট ২০ সেকেন্ড, পরিচালক অরূপ দ্বিবেদী

Autumn Narcisuss Italy – ৭৬ মিনিটের ছবি, পরিচালক রজার এ ফ্র্যাটার

Elysium Hernalsience Austria – ৬৩ মিনিট, পরিচালক বার্নহার্ড ক্যামেল

Hexing India/Ireland – ৮০ মিনিটের ছবি, পরিচালক খ্রিস্টোফার লিনোয়ার

The Defective Detectives India- ১৩৩ মিনিট, পরিচালক পরিতীওষ দীপক পেইন্টার

Julia France- ৩০ মিনিট, পরিচালক মাইক কলককুইহুন

Talking to Michelangelo India- ৬২ মিনিট, পরিচালক মধুরিমা সিনহা

Sundarbans- Sagaof Hungry Tides- ৫৮ মিনিট, পরিচালক অভিজিৎ চক্রবর্তী

Alma Chile- ৭ মিনিট, পরিচালক সেবাস্টিয়ান ক্ল্যারো

103 Russia – ১৯ মিনিট, পরিচালক লিজা স্যামসোঙ্কিনা

শুক্রবার ২২ মার্চ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ তুলে ধরেন নেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুদীপ রঞ্জন সরকার এবং সহ-প্রতিষ্ঠাতা রিতা ঝাওয়ার, ফোরাম ফর ফিল্ম স্টাডিজ এন্ড অ্যলাতেড আর্টস-এর সাধারণ সম্পাদক রবীন ব্যানার্জি, ওই সংস্থার প্রগ্রাম কোরর্ডিনেটর বরুণ রায়। ইতালির প্রখ্যাত অভিনেত্রী যিনি প্রদর্শনীতে প্রদর্শিত শর্ট ফিল্ম ‘Autumn Narcisuss’-এ অভিনয় করেছেন সেই পাওলা বোনাচিনাও উপস্থিত ছিলেন।

Published on: মার্চ ২৩, ২০২৪ at ১০:৪৭


শেয়ার করুন