জঙ্গল থেকে বেরোতেই কুকুরের শিকার হয়ে প্রাণ গেল হরিণ শাবকের

Main দেশ বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মন্ডল                

ছবি-বাপন ঘোষ

Published on: মার্চ ১০, ২০১৯ @ ২৩:৪৯

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ১০ মার্চঃ আচমকাই হরিণ শাবকটি বেরিয়ে এসেছিল জঙ্গল থেকে। আর তখনই তাকে আক্রমণ করে তিনটি কুকুর।বাঁচার চেষ্টা করেও লাভ হয়নি।স্থাঈয় কয়েকজন শেষ চেষ্টা করলেও হরিণ শাবকটিকে বাঁচানো যায়নি।

হরিণ শাবকের উপর জাঁপিয়ে পড়ল তিনটি হিংস্র কুকুর

১) রবিবার ঝাওড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার নিচু পাতিনার গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের কথা মতো জানা গেছে, হরিণ শাবকটি এদিন নিচু পাতিনার জঙ্গল থেকে আচমকাই বেরিয়ে আসে লোকালয়ে। আর সেই সময় তাকে তাড়া করে তিনটি হিংস্র কুকুর।

২) হরিণ শাবকটি শেষ পর্যন্ত কুকুরের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। তার গলায় কামড় বসিয়ে দেয় কুকুরের দল। স্থানীয় কয়েকজন এই দৃশ্য দেখে কুকুরগুলিকে তাড়া করলে হরিণ শাবকটিকে ছেড়ে দিয়ে পালায়।

৩) এরপর তারা জখম হরিণ শাবকটিকে নিয়ে এসে  জল দিয়ে সুস্থ করা ব্যর্থ চেষ্টা করেন। সেইসময় যদি তারা প্রথমেই বন দফতরকে খবর দিতেন তাহলে হয়তো হরিণ শাবকটির সঠিক চিকিৎসা হতে পারতো। কিন্তু গ্রামবাসীরা তাদের মতো করে চেষ্টা করে হরিণ শাবকটিকে বাঁচাতে পারেননি।

৪) পরে তারা অবশ্য বন দফতরে চাঁদাবিলা রেঞ্জ অফিসে খবর দেন। সেখান থেকে বনকর্মী এসে মৃত হরিণ শাবকটিকে উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য।

Published on: মার্চ ১০, ২০১৯ @ ২৩:৪৯

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

35 − = 29