রাজ্যে ৮টি সহ সারাদেশে ষষ্ঠ দফায় ৫৯টি আসনে ভোটগ্রহণ শুরু, পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত গন্ডগোল

দেশ রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: মে ১২, ২০১৯ @ ০৯:১৩

এসপিটি নিউজ ডেস্কঃ কড়া সুরক্ষায় শুরু হয়ে গেল ষষ্ঠ দফার ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গে মোট আটটি সহ দেশে ৫৯টি আসনে আজ ভোট গ্রহণ শুরু হয়েছে। হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গে চলছে ভোট। দেশের অন্যান্য রাজ্যে ভোট গ্রহণ শান্তিতে শুরু হলেও পশ্চিমবঙ্গে যথারীতি আগের দফার মতো ভোট শুরু হতেই জায়গায় জায়গায় অশান্তি শুরু হয়ে গিয়েছে।

আজ পশ্চিমবঙ্গে ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, তমলুক, কাঁথি, বাঁকুড়া, পুরুলিয়ায় চলছে ভোটগ্রহণ। রাজ্যে ৭৪৩ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে।

কেশপুরে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ায় সেখানে পৌঁছে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। ধাক্কাধাক্কিতে প্রার্থী পড়ে গিয়ে পায়ে চোট পান।

আজ ভোট দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি সহ অনেকেই।

Published on: মে ১২, ২০১৯ @ ০৯:১৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 73 = 80