পশ্চিমবঙ্গের মন্ত্রী ববি হাকিমের প্রশ্নঃ বিজেপি-আরএসএসকে কেন সন্ত্রাসবাদী দল বলে নিষিদ্ধ করা হবে না

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

  1. “সাধ্বী প্রজ্ঞা মালেগাঁওতে ঐরকম বোমা বিস্ফোরন করে সন্ত্রাস করিয়েছিলেন।আর তিনি যে দলের প্রার্থী হয়েছে সেই দলটাও তাহলে সন্ত্রাসবাদী দল।”

  2. “যদি কাশ্মীরে বিভিন্ন সংগঠন সন্ত্রাসবাদী কাজে যুক্ত থাকে তবে তাদের স্থান ভারতবর্ষে হবে না তাহলে বিজেপি-আরএসএস-এর স্থান কেন ভারতবর্ষে হবে?” প্রশ্ন তুলেছেন পশ্চি্মবঙ্গের মন্ত্রী ববি হাকিম।

সংবাদদাতা-পরিতোষ সাহা

Published on: এপ্রি ২১, ২০১৯ @ ০০:৪১

এসপিটি নিউজ, সিউড়ি, ২০ এপ্রিলঃ বীরভূম জেলায় এসেছিলেন নির্বাচনী প্রচারে। দলের প্রার্থীর হয়ে নির্বাচনী সভায় ভাষণ দিতে। আর সেখানে পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা কলকাতার মেয়র ববি হাকিমের বক্তব্য রীতিমতো চাঞল্য ছড়ালো গোটা রাজ্য তো বটেই গোটা দেশেও। ইতিমধ্যে এই বক্তব্য শুনেছেন নির্বাচন কমিশনের লোকজনও। নির্বাচনী সভায় দাঁড়িয়ে এভাবে একজন মন্ত্রী হিসেবে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে সন্ত্রাসবাদী দলের তকমা দিয়ে প্রশ্ন তুলতে পারেন কিনা তা খতিয়ে দেখছে কমিশন।

ঠিক কি বলেছেন মন্ত্রী ববি হাকিম

1) পুলিশ আধিকারিক হেমন্ত কারকারেকে ঘিরেই প্রসঙ্গ তোলেন মন্ত্রী ববি হাকিম। তিনি বলেন-” যেদিন ২৬/১১ হচ্ছিল সারা বম্বেতে টেরোরিস্ট ছেয়ে গেছিল সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ মরছিল। হোটেলকে জ্বালিয়ে দেওয়া হচ্ছিল। সেখানে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করছিল। বম্বের মানুষকে বাঁচানোর জন্য তিনি গুলি খেলেন। আর সেই সন্ত্রাসবাদী সাধ্বী প্রজ্ঞা তিনি নিজে সন্ত্রাসবাদী মালেগাঁওতে  ঐরকম বোমা বিস্ফোরন করে সন্ত্রাস করিয়েছিলেন। আবার তিনি বলেছেন যে তার অভিশাপে আমাদের পুলিশ অফিসার মারা গেছে, আর তিনি যে দলের প্রার্থী হয়েছে সেই দলটাও তাহলে সন্ত্রাসবাদী দল।”

2) এখানেই থেমে যাননি ববি হাকিম। ফের তিনি আরও মারাত্মক অভিযোগ আনেন বিজেপির বিরুদ্ধে। বলতে থাকেন-” যে দল গান্ধিজীকে হত্যা করেছে আজ ৪২জন কাশ্মীরিকে মেরেছে তাদের অপদার্থতার জন্য, আবার বলছে হেমন্ত কারকারে তার অভিশাপে মারা গেছে। আর তিনি যখন নিজে সেই দলে আছে সেই দলটাকে কেন আজ সন্ত্রাসবাদী দল বলে নিষিদ্ধ করা হবে না? এই প্রশ্নটা আমি রাখছি।”

3) এরপর তিনি কাশ্মীরের বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে বিজেপিকে এক আসনে বসিয়ে ফের প্রশ্ন তোলেন-“যদি কাশ্মীরে বিভিন্ন সংগঠন সন্ত্রাসবাদী কাজে যুক্ত থাকে তবে তাদের স্থান ভারতবর্ষে হবে না তাহলে বিজেপি-আরএসএস-এর স্থান কেন ভারতবর্ষে হবে? এই প্রশ্নটা আমি জানতে চাই।” বলেন মন্ত্রী ববি হাকিম।

 

Published on: এপ্রি ২১, ২০১৯ @ ০০:৪১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1