মোদির হুঙ্কার- “২৩শে মে-র পর স্পিডব্রেকার দিদি বুঝতে পারবেন জনতার সঙ্গে গুন্ডামির ফল কি হতে পারে”

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

  1. বলেন-“দিদির কাছে গুন্ডাদের দেওয়ার জন্য পয়সা আছে, কিন্তু কর্মচারীদের দেওয়ার জন্য পয়সা নেই।”

  2. “মমতা দিদি বাংলায় যা করেছেন তারজন্য ইতিহাস তাঁকে ক্ষমা করবে না। মমতা দিদি তো শুধু ধোকা দিয়েছে।”

  3. “বাংলায় এখনও পর্যন্ত হয়ে যাওয়া ভোটে স্পিডব্রেকার দিদির ঘুমের উপর ব্রেক লাগিয়ে দিয়েছে।”

Published on: এপ্রি ২০, ২০১৯ @ ২১:২১

এসপিটি নিউজ, বালুরঘাট, ২০ এপ্রিল: তৃতীয় দফার ভোটে বালুরঘাট আছে। আর তাই সেখানে বিজেপির প্রার্থীর সমর্থনে আজ বুনিয়াদপুরে এক নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে তাঁর বক্তব্যের পুরোটাই ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়কে ঘিরে। আর প্রধানমন্ত্রী এদিন মূল আক্রমনের জন্য বেছে নেনে বাংলার মুখ্যমন্ত্রীকেই। সভায় দাঁড়িয়ে মোদির হুঙ্কার- “২৩শে মে-র পর স্পিডব্রেকার দিদি বুঝতে পারবেন জনতা সঙ্গে গুন্ডামি করার ফল কি হতে পারে।” এখানেই শেষ না করে এদিন মুখ্যমন্ত্রীকে আক্রমন করে একের পর এক তোপ দাগেন প্রধানমন্ত্রী মোদি।

প্রমাণ যদি খুঁজতেই হয় তাহলে চিটফান্ড কেলেঙ্কারির প্রমাণ খুঁজুন দিদিঃ পিএম মোদি

1) প্রধানমন্ত্রী মোদি আজ বালুরঘাট লোকসভা কেন্দ্রের বুনিয়াদপুরে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন-“আমাদের দেশের বীর সুপুত্র যেদিন পাকিস্তানে ঢুকে জঙ্গিদের খালাস করে দিয়ে এসেছেন সেদিন দিদি সেইসব লোকজনের সঙ্গে ছিলেন, যারা এর প্রমাণ চেয়েছিল। দিদি, যদি আপনি প্রমাণ চান তাহলে চিটফান্ড কেলেঙ্কারির প্রমাণ খুঁজুন।”

“এই নির্বাচনের ফলাফল সত্যকে বুঝিয়ে দেবে “

2) পিএম মোদি বলেছেন যে এই নির্বাচনের ফলাফল সত্য ব্যাখ্যা করবে। প্রধানমন্ত্রী মোদিও এই সময়ের মধ্যে তাঁর সরকারের পরিকল্পনা গণনা করেন। “রেলওয়ের বড় কাজ বন্ধ হয়ে গিয়েছিল, আমাদের সরকার পুরাতন রেলপথের লাইন দ্বিগুণ করেছে। দিদি নিজেও তো একজন রেলমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি আপনাদের জন্য কিছুই করেননি।  আমাদের সরকার দরিদ্রদের জন্য 5 লাখ টাকা বিনামূল্যে স্বাস্থ্য প্রকল্প সরবরাহ করেছে। আমাদের সরকার বাংলায় 70 লাখের বেশি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি সহায়তা করার পরিকল্পনা করেছে।”

পশ্চিমবঙ্গ মডেল দেশ সমর্থন করে না-মোদি

3) প্রধানমন্ত্রী মোদি ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে বলেন-“দিদির কাছে গুন্ডাদের দেওয়ার জন্য পয়সা আছে, কিন্তু কর্মচারীদের দেওয়ার জন্য পয়সা নেই। আমরা সপ্তম বেতন কমিশন লাগু করেছি, কিন্তু দিদি এখানে ষষ্ঠ বেতন কমিশন পর্যন্ত চালু করতে পারেনি। এই পশ্চিমবঙ্গ মডেল গোটা দেশে লাগু করেতে চায়। কেন হিন্দুস্তানে কখনও এমনটা হয়েছে যে বিদেশ থেকে কেউ এসে নির্বাচনের প্রচার করেছে। দিদি এমনটাই করেছে। উনি যে কোনও কিছুই করতে পারেন। এমন মডেল দেশের জন্য তো দূর পশ্চিমবঙ্গের জন্য মঞ্জুর নয়। দেশে এমন মডেল চাই যেখানে সকলের সুরক্ষা এবং সম্মান মেলে। আজ ভারতের জয়-জয়কার সারা বিশ্বে হচ্ছে। দেশের এমন উন্নয়নের মডেল দরকার যেখানে সন্ত্রাসবাদীরা পর্যন্ত ভয়ে কাঁপতে থাকে।”

এখন আমি ওনাকে চিনে গেছি-মোদি

4) মোদি বলেন-“আমি আজ এখানে দাঁড়িয়ে বাংলার সমস্ত বিজেপি কার্যকর্তা, প্রত্যেক ভোটার, প্রত্যেক শিশুকে আশ্বাস দিতে চাই যে অত্যাচারের ন্যায় অবশ্যই মিলবে। বাংলায় ধমকি, লুঠ, দুর্নীতির খেল খতম হবে। কি স্পিডব্রেকার দিদির কড়া সাজা চান কি না বলুন? আমার আপনাদের উপর ভরসা আছে, আপনারা তাকে সাজা দেবেন। মমতা দিদি বাংলায় যা করেছেন তারজন্য ইতিহাস তাঁকে ক্ষমা করবে না। মমতা দিদি তো শুধু ধোকা দিয়েছে। আমারা একসময় মনে হয়েছিল মমতা ব্যানার্জি বাংলার ভালো চান, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার ভূমিকা দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। এখন আমিও ওনাকে চিনে গেছি।”

মমতাকে তীব্র আক্রমণ মোদির

5) পশ্চিমবঙ্গের বুনিয়াদপুরে প্রধানমন্ত্রী মোদি জনসভায় বলেন- “এবার বাংলায় কিছু বড় হতে চলেছে। আপনাদের ভালোবাসা বিশ্বাস দেওয়া হচ্ছে। স্পিডব্রেকার দিদি ২৩শে মে তারিখের পর বুঝতে পারবেন জনতার সঙ্গে গুন্ডামি করার ফল কি হতে পারে। আমি সংবাদ মাধ্যমে দেখেছি যে তৃণমূলের গুন্ডাকে মহিলা কিভাবে উচিত শিক্ষা দিয়েছে। বাংলায় এখনও পর্যন্ত হয়ে যাওয়া ভোটে স্পিডব্রেকার দিদির ঘুমের উপর ব্রেক লাগিয়ে দিয়েছে।”

Published on: এপ্রি ২০, ২০১৯ @ ২১:২১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 4 =