নবান্ন থেকে পরিবেশ বান্ধব পরিবহনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার চালক ও মালিক মেয়েরাই

রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ২০, ২০১৯ @ ২১:০৩

এসপিটি নিউজ, হাওড়া, ২০ ফেব্রুয়ারিঃ সারা দেশের মধ্যে এটা আরও একটি শুভ উদ্যোগ। যা আগামিদিনে রাজ্যে মেয়েদের আয়ের ক্ষেত্রে বিশেষ ভাবে উৎসাহিত করবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্ন থেকে পরিভনমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে পরিবেশ বান্ধব পরিবহনের উদ্বোধন করেন।যা পরিচালনা করবেন মেয়েরাই। একই সঙ্গে তিনি এদিন যাদবপুরে পুনর্নির্মিত ৮বি বাস স্ট্যান্ডেরও উদ্বোধন করেন।

পরিবেশ বান্ধব পরিবহনের মধ্যে রয়েছে বৈদ্যুতিক বাস, সিএনজি বাস, পিঙ্ক ক্যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্ন থেকে বলেন- “খুব ভালো লাগছে দেখে যে পিঙ্ক রঙের এই গাড়িগুলি  আমাদের ঘরের মেয়েরাই চালাচ্ছে। ওরাই মালিক আর ওরাই চালক। এমনকী বৈদ্যুতিক বাসগুলিও মেয়েরা চালাচ্ছে। এটা আমাদের রাজ্যের মেয়েদের ক্ষেত্রে সত্যি একটা ভালো দিক।”

এরপর মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন- মেয়েদের আরও উৎসাহ দিতে এবার গতিধারা প্রকল্পে মেয়েদের অনুদান বাড়িয়ে দেব। সাধারণত আমরা এক লক্ষ টাকা করে দিলেও এবার মেয়েদের ক্ষেত্রে তা দেড় লক্ষ টাকা করে দেব। এর ফলে মেয়েরা আরও উৎসাহিত হবে।

এদিন ৮০টি বৈদ্যুতিক বাস এবং ২০টি সিএনজি নতুন বাসের সূচনা করেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে দিয়ে  পশ্চিমবঙ্গ পরিবেশ-বান্ধব পরিবহনে অগ্রণী ভূমিকা পালন করার পথে আর এক ধাপ এগিয়ে গেল।মুখ্যমন্ত্রী বলেন-যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডটিকেও পুনর্নির্মাণ করা হয়েছে, এজন্য ৪ কোটি ৫৪ লক্ষ টাকা খরচ হয়েছে। আগামী বছর আরও বাস কেনা হবে। আপাতত তিনটি রুটে নতুন বাসগুলি চলবে।

পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন-আপাতত বাসগুলি তিনটি রুটে চলবে। এগুলি হল-এয়ারপোর্ট থেকে জোকা, শ্যামবাজার থেকে নবান্ন এবং টালিগঞ্জ থেকে বিধাননগর।

Published on: ফেব্রু ২০, ২০১৯ @ ২১:০৩

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

35 − = 30