পর্যটনের প্রসারে টাফি’র সঙ্গে আজ থেকে দু’দিনের ওয়ার্কশপে গুজরাট পর্যটন বিভাগ

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ৩, ২০২১ @ ১০:২৫
Reporter:Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৩ আগস্ট: কোভিড পরবর্তী পর্যটন শিল্পের প্রসার বারাতে উদ্যোগী হয়েছে দেশের প্রায় কম-বেশি সব রাজ্যের পর্যটন বিভাগ। সেই তালিকায় এবার উঠে এল গুজরাট পর্যটনের নাম। আজ থেকে তারা ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র কর্তাদের সঙ্গে দু’দিনের বৈঠক শুরু করতে চলেছে।লক্ষ্য একটাই- কোভিড পরবর্তী অবস্থায় রাজ্যের পর্যটন সম্পদকে কত ভালভাবে বিক্রি করা যায়।পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করে কিভাবে সুলভে পর্যটনের পরিষেবা দেওয়া যায় তা নিয়েই হবে এই আলোচনা। কলকাতা থেকে এই বৈঠকে হাজির থাকছেন টাফি’র পূর্বাঞ্চলের চেয়ারম্যান অনিল পাঞ্জাবি ও সেক্রেটারি বি দাস। থাকছেন টাফির সভাপতি অজয় প্রকাশ।

দেশের পর্যটন ব্যবস্থা নিয়ে মতামত জানালেন অনিল পাঞ্জাবি

টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি গুজরাট যাওয়ার আগে সংবাদ প্রভাকর টাইমসকে জানান-” দেশের পর্যটন এখন আগের চেয়ে ভালভাবেই এগিয়ে চলেছে। গত বছরের যা পরিস্থিতি ছিল তার চেয়ে এবছর পরিস্থিতি অনেকতাই ভাল। লোকজনও বেড়িয়ে পড়তে শুরু করেছে। অনেকেই পুজোর ভ্রমণের বুকিংও করে ফেলেছে।আমাদের রাজ্য যেমন দুর্গাপুজোর ভ্রমণের প্যাকেজ তৈরি করে ফেলেছে ঠিক তেমনই গুজরাট পর্যটন বিভাগ তারাও বিশেষ পরকল্পনা করেছে। আজ আমেদাবাদে আমাদের সঙ্গে তাদের বৈঠক হতে চলেছে। সেখানে পর্যটনের নানা দিক নিয়ে আলোচনা হবে। গুজরাট পর্যটন বিভাগ দেশের বিভিন জোন থেকে টাফি’র দু’জন করে কর্তাকে আমন্ত্রণ জনিয়েছে। আশা করছি সেখানে অন্যান্য রাজ্যের ট্রাভেল এজেন্টদের সঙ্গে কথা হবে। তার ফলে এক নয়া সূত্র বেরিয়ে আসবে। এতে পর্যটনের পক্ষে ভালোই হবে।

সন্ধ্যায় শুরু ওয়ার্কশপ

আজ সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ওয়ার্কশপ শুরু হবে। প্রথমে গুজরাট পর্যটন বিভাগের মন্ত্রী বক্তব্য রাখবেন। এরপর প্রত্যেক অংশগ্রহণকারীদের সম্বর্ধিত করা হবে।আগামিকাল সকাল থেকে বৈঠক শুরু হবে।চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। এরপর সন্ধ্যায় সকল অংশগ্রহণকারীদের অক্ষরধাম মন্দির দর্শন করাতে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের সামনে প্রদর্শিত হবে আলো ও ধ্বনির অভিনব প্রযুক্তির কৌশল। অনিল পাঞ্জাবি জানান- এর একতাই উদ্দেশ্য, যাতে আমরা নিজের নিজের রাজ্যে ফিরে গিয়ে পর্যটকদের সামনে এটি তুলে ধরি এবং তাদের এই স্থান সম্পর্কে আগ্রহী করি। এই গোটা কর্মসূচি কিন্তু গুজরাট পর্যটন বিভাগ তাদের নিজের খরচাতেই আয়োজন করছে। এমনকী টাফি’র সকল কর্তাদের বিমানে যাতায়াতের খরচ সহ দু’দিনের পুরো খরচই তারাই বহন করছে, পর্যটনের প্রসারে।

Published on: সেপ্টে ৩, ২০২১ @ ১০:২৫


শেয়ার করুন