থানার ওসিদের মুখ্যমন্ত্রীর নিদানঃ নিজের এলাকা সামলাতে না পারলে ঐ পদে থাকার দরকার নেই

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা- কৃষ্ণা দাস                        ছবি- স্যান্ডি আচার্য

Published on: অক্টো ৩, ২০১৮ @ ২৩:৪৩

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৩ অক্টোবরঃ ঘরে বসে সময় কাটানোর দিন শেষ। কেননা এখন খুব কঠিন সময়। তাই ময়দানে নেমে কাজ করতে হবে। একথা বলেই থানার ওসিদের মুখ্যমন্ত্রীর নিদান-“সব ওসিরা নিজের এলাকা শান্তিপূর্ণভাবে সামলাতে না পারলে তাদের আর ওসি থাকার কোনও প্রয়োজন নেই।”

মুখ্যমন্ত্রীর এমন নিদান শুনে পুলিশ অফিসার তো বটেই সরকারি আধিকারিকদের মধ্যেও জল্পনা শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর এমন নিদান শুনে অনেকেই হতবাক হয়ে গেছেন।

তিনি আরও বলেন, এখন সব কিছু হাতের সামনে পাওয়া যাচ্ছে তাই এর সুবিধা থাকলেও কাজের দায়িত্ব অনেক বেড়েও যায়। সম্প্রতি পাহাড়ে একটা অশান্তির আগুন তৈরি হয়েছিল অনেক কাঠখড় পুড়িয়ে সেই অশান্তির আগুন নেভানো সম্ভব হলেও কিছুদিনের ব্যবধানে ইসলামপুরে একটা অশান্তির বাতাবরন তৈরি হয়েছে। আর এই অশান্তি যে পুর্ব পরিকল্পিত তা তিনি ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করেন। তাঁর মতে, কিছু লোক পরিকল্পিতভাবে অশান্তি বাঁধাবার চেষ্টা করে থাকে। ইসলামপুর স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরন তৈরি হয়েছে। আর তার ফলে দুজন ছাত্র-মৃত্যুর ঘটনা পুলিশ ও প্রশাসনকে কোনঠাসা করে দিয়েছে।

এরপরই তিনি বলেন ঠিক এই ধরনের অশান্তি রাজ্যের  আর কোথাও যেন না ঘটে সে কারণেই তিনি পুলিশ প্রশাসনকে ঘরে বসে চোখ বন্ধ বা আরাম করে কাজ না করে মাঠে নেমে চোখ-কান খোলা রেখে কাজ করার নির্দেশ দেন। আর এই কাজ যে করতে পারবে না তাকে তার পদ থেকেও যে সরানো হতে পারে সেই নিদানও দেন তিনি।

Published on: অক্টো ৩, ২০১৮ @ ২৩:৪৩

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =